Mamata Banerjee criticizes Congress in Jago Bangla: 'বিজেপি-র বিরুদ্ধে ব্যর্থ কংগ্রেস, লড়াইয়ের মুখ তৃণমূল!' জাগো বাংলায় লিখলেন মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কংগ্রেসকে আক্রমণে করলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোটের কথা তাঁরা ভাবছেন না (Mamata Banerjee criticizes Congress)৷
#কলকাতা: বিজেপি-কে হারাতে কংগ্রেস ব্যর্থ৷ দলীয় মুখপাত্র জাগো বাংলার শারদ সংখ্যায় সরাসরি এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee criticizes Congress)৷ মুখ্যমন্ত্রী স্পষ্ট লিখেছেন, বিজেপি-কে যে হারানো সম্ভব বাংলার নির্বাচনেই তৃণমূল তা দেখিয়ে দিয়েছে (TMC)৷ ফলে নিজেদের অঙ্ক নয়, ফের একবার দেশের স্বার্থেই বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
দলীয় মুখপত্রে প্রতিবারের মতো এ বারও কলাম লিখেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee criticizes Congress in Jago Bangla)৷ এ দিনই নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন করেন তিনি৷ দিল্লির ডাক শীর্ষক ওই লেখায় মুখ্যমন্ত্রী একটি বড় অংশ বরাদ্দ করেছেন কংগ্রেসের ব্যর্থতা নিয়ে৷ বিজেপি-কে বাংলা বিরোধী বলে তোপ দেগে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বিভিন্ন নীতি এবং সিদ্ধান্ত থেকে মুক্তি চায় দেশ৷ আর বাংলার নির্বাচনে গোটা দেশের সামনে তৃণমূল প্রমাণ করে দিয়েছে যে বিজেপি-কে হারানো সম্ভব৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বাংলার নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছিলেন গোটা দেশের মানুষ৷ তাঁরা দেখেছেন কীভাবে ঝাঁপিয়েছিলেন গোটা দেশের বিজেপি নেতারা৷ এর পর তাঁরা বুঝতে পারছেন বিজেপি শীর্ষনেতৃত্বের মিলিত শক্তিকেও হারানো যায়৷ এই লড়াইয়ের মডেল বাংলা৷ আর এটা করতে পারে তৃণমূল৷ '
advertisement
২০২৪ সালে দিল্লি দখলের লড়াইয়ে যে গোটা দেশের মানুষ সবথেকে বেশি তৃণমূলের উপরেই ভরসা রাখছেন, এমনও দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি লিখেছেন, 'দেশের মানুষের দাবি দিল্লির মসনদ থেকে সরাতে হবে ফ্যাসিবাদী, স্বৈরচারী বিজেপি-কে৷ মানুষের আশা ভরসা এখন তৃণমূল কংগ্রেসকে ঘিরে৷ বাংলার সাীমানা পেরিয়ে এখন দেশের বিভিন্ন রাজ্য থেকে ডাক আসছে আপনারা আসুন৷ নতুন ভারত গড়তে নেতৃত্ব দিক বাংলা৷'
advertisement
তবে কংগ্রেসকে আক্রমণে করলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোটের কথা তাঁরা ভাবছেন না৷ তার পরেই অবশ্য তিনি বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ব্যর্থতার কথাও তুলে ধরেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'কিন্তু বাস্তব হল সাম্প্রতিক অতীতে কংগ্রেস দিল্লির দরবারে বিজেপি-র বিরুদ্ধে মোকাবিলায় ব্যর্থ হয়েছে৷ গত দু'টি লোকসভা নির্বাচনই তার প্রমাণ৷ দিল্লিতে যদি লড়াই না থাকে তাহলে মানুষের মনোবল কমে যায় এবং লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যগুলিতে কিছু ভোট বেশি পেয়ে যায়৷ সেটা এবার কিছুতেই হতে দেওয়া চলবে না৷'
advertisement
মুখ্যমন্ত্রী তাঁর কলামেও ফের জানিয়েছেন, বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল ভাবছে না৷ একই সঙ্গে বাস্তব পরিস্থিতি বোঝার জন্যও কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন তৃণমূলনেত্রী৷ মনে করিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলই বিজেপি-র বিরুদ্ধে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে৷
মুখ্যমন্ত্রীর কথায়, 'বাংলায় যা হয়েছে সেটা ইতিহাস, একটা মডেল৷ দেশের মানুষ এই মডেলের উপরে ভরসা রাখছেন৷ তাঁরা তৃণমূলকে ঘিরে স্বপ্ন দেখছেন৷ তৃণমূল বিজেপি বিরোধী সবাইকে নিয়ে চলতে চায়৷ কিন্তু যে মডেলকে ঘিরে মানুষের উৎসাহ, তাকে তো মানুষের সামনে কার্যকর ভাবে পেশ করতে হবে৷'
advertisement
লেখার শেষ দিকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, একটা সময়ে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান মুখ হয়ে উঠেছিল তৃণমূল৷ সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের তুলনা টেনে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'সেই সিপিএম আজ ক্ষীণশক্তি, প্রাসঙ্গিকতা থেকে বহুদূরে৷ আর সময়ের সঙ্গে বিজেপি-র বিরুদ্ধে আসল লড়াইয়ের মুখ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসই৷ গোটা দেশে এই সত্য প্রতিষ্ঠিত৷'
ভবানীপুরের উপনির্বাচনের লড়াই থেকে শুরু করে গত বেশ কিছুদিন ধরেই বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেসের ব্যর্থতার কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ বিভিন্ন রাজ্যে কংগ্রেসকে ভেঙে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার কৌশলও নিয়েছে তৃণমূল৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সচেতন ভাবেই এই কৌশল নিয়েছে বলে মত রাজনৈতিক মহলের৷ যাতে অতীতের মতো কংগ্রেসের শর্ত এবং সিদ্ধান্তেই বিরোধী জোটকে চালিত না হতে হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2021 9:30 PM IST