Mamata Banerjee criticizes Congress in Jago Bangla: 'বিজেপি-র বিরুদ্ধে ব্যর্থ কংগ্রেস, লড়াইয়ের মুখ তৃণমূল!' জাগো বাংলায় লিখলেন মমতা

Last Updated:

কংগ্রেসকে আক্রমণে করলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোটের কথা তাঁরা ভাবছেন না (Mamata Banerjee criticizes Congress)৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস।
#কলকাতা: বিজেপি-কে হারাতে কংগ্রেস ব্যর্থ৷ দলীয় মুখপাত্র জাগো বাংলার শারদ সংখ্যায় সরাসরি এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee criticizes Congress)৷ মুখ্যমন্ত্রী স্পষ্ট লিখেছেন, বিজেপি-কে যে হারানো সম্ভব বাংলার নির্বাচনেই তৃণমূল তা দেখিয়ে দিয়েছে (TMC)৷ ফলে নিজেদের অঙ্ক নয়, ফের একবার দেশের স্বার্থেই বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
দলীয় মুখপত্রে প্রতিবারের মতো এ বারও কলাম লিখেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee criticizes Congress in Jago Bangla)৷ এ দিনই নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন করেন তিনি৷ দিল্লির ডাক শীর্ষক ওই লেখায় মুখ্যমন্ত্রী একটি বড় অংশ বরাদ্দ করেছেন কংগ্রেসের ব্যর্থতা নিয়ে৷ বিজেপি-কে বাংলা বিরোধী বলে তোপ দেগে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বিভিন্ন নীতি এবং সিদ্ধান্ত থেকে মুক্তি চায় দেশ৷ আর বাংলার নির্বাচনে গোটা দেশের সামনে তৃণমূল প্রমাণ করে দিয়েছে যে বিজেপি-কে হারানো সম্ভব৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বাংলার নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছিলেন গোটা দেশের মানুষ৷ তাঁরা দেখেছেন কীভাবে ঝাঁপিয়েছিলেন গোটা দেশের বিজেপি নেতারা৷ এর পর তাঁরা বুঝতে পারছেন বিজেপি শীর্ষনেতৃত্বের মিলিত শক্তিকেও হারানো যায়৷ এই লড়াইয়ের মডেল বাংলা৷ আর এটা করতে পারে তৃণমূল৷ '
advertisement
২০২৪ সালে দিল্লি দখলের লড়াইয়ে যে গোটা দেশের মানুষ সবথেকে বেশি তৃণমূলের উপরেই ভরসা রাখছেন, এমনও দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি লিখেছেন, 'দেশের মানুষের দাবি দিল্লির মসনদ থেকে সরাতে হবে ফ্যাসিবাদী, স্বৈরচারী বিজেপি-কে৷ মানুষের আশা ভরসা এখন তৃণমূল কংগ্রেসকে ঘিরে৷ বাংলার সাীমানা পেরিয়ে এখন দেশের বিভিন্ন রাজ্য থেকে ডাক আসছে আপনারা আসুন৷ নতুন ভারত গড়তে নেতৃত্ব দিক বাংলা৷'
advertisement
তবে কংগ্রেসকে আক্রমণে করলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোটের কথা তাঁরা ভাবছেন না৷ তার পরেই অবশ্য তিনি বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ব্যর্থতার কথাও তুলে ধরেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'কিন্তু বাস্তব হল সাম্প্রতিক অতীতে কংগ্রেস দিল্লির দরবারে বিজেপি-র বিরুদ্ধে মোকাবিলায় ব্যর্থ হয়েছে৷ গত দু'টি লোকসভা নির্বাচনই তার প্রমাণ৷ দিল্লিতে যদি লড়াই না থাকে তাহলে মানুষের মনোবল কমে যায় এবং লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যগুলিতে কিছু ভোট বেশি পেয়ে যায়৷ সেটা এবার কিছুতেই হতে দেওয়া চলবে না৷'
advertisement
মুখ্যমন্ত্রী তাঁর কলামেও ফের জানিয়েছেন, বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল ভাবছে না৷ একই সঙ্গে বাস্তব পরিস্থিতি বোঝার জন্যও কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন তৃণমূলনেত্রী৷ মনে করিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলই বিজেপি-র বিরুদ্ধে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে৷
মুখ্যমন্ত্রীর কথায়, 'বাংলায় যা হয়েছে সেটা ইতিহাস, একটা মডেল৷ দেশের মানুষ এই মডেলের উপরে ভরসা রাখছেন৷ তাঁরা তৃণমূলকে ঘিরে স্বপ্ন দেখছেন৷ তৃণমূল বিজেপি বিরোধী সবাইকে নিয়ে চলতে চায়৷ কিন্তু যে মডেলকে ঘিরে মানুষের উৎসাহ, তাকে তো মানুষের সামনে কার্যকর ভাবে পেশ করতে হবে৷'
advertisement
লেখার শেষ দিকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, একটা সময়ে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান মুখ হয়ে উঠেছিল তৃণমূল৷ সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের তুলনা টেনে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'সেই সিপিএম আজ ক্ষীণশক্তি, প্রাসঙ্গিকতা থেকে বহুদূরে৷ আর সময়ের সঙ্গে বিজেপি-র বিরুদ্ধে আসল লড়াইয়ের মুখ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসই৷ গোটা দেশে এই সত্য প্রতিষ্ঠিত৷'
ভবানীপুরের উপনির্বাচনের লড়াই থেকে শুরু করে গত বেশ কিছুদিন ধরেই বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেসের ব্যর্থতার কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ বিভিন্ন রাজ্যে কংগ্রেসকে ভেঙে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার কৌশলও নিয়েছে তৃণমূল৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সচেতন ভাবেই এই কৌশল নিয়েছে বলে মত রাজনৈতিক মহলের৷ যাতে অতীতের মতো কংগ্রেসের শর্ত এবং সিদ্ধান্তেই বিরোধী জোটকে চালিত না হতে হয়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee criticizes Congress in Jago Bangla: 'বিজেপি-র বিরুদ্ধে ব্যর্থ কংগ্রেস, লড়াইয়ের মুখ তৃণমূল!' জাগো বাংলায় লিখলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement