ধর্মের নামে বিদ্বেষের চরম মূল্য দিতে হতে পারে দেশকে, বিজেপিকে কটাক্ষ মমতার
Last Updated:
#কলকাতা: ধর্মের নামে বিদ্বেষ। বিরুদ্ধ স্বর শুনলেই পাকিস্তানি তকমা! পুলওয়ামা হামলার পর এই প্রবণতা আরও বেড়েছে। মোদির পাক-আক্রমণের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সতর্কতা, এর চরম মূল্য দিতে হতে পারে দেশকে।
পুলওয়ামা হামলায় গাফিলতির অভিযোগ। অথচ প্রশ্ন করায় দেশদ্রোহী হিসাবে দাগিয়ে দেওয়াও শুরু হয়। এর পরিণতি কী? প্রশ্ন তুলে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করালেন যে কোনও ধর্মই একেবারেই আলাদা কথা বলে।
কখনও গো-রক্ষকদের তান্ডব, কখনও দলিত-পিছিয়ে পড়া মানুষকে নিগ্রহের ঘটনা। কখনও কেন্দ্রকে প্রশ্ন করায় হেনস্থা। পরিবর্তিত পরিস্থিতি নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রীর। অন্য সব ইস্যুর পাশাপাশি মেরুকরণ বিরোধিতা, অসহিষ্ণুতা ও গণতন্ত্র রক্ষার ইস্যুতে লোকসভার লড়াই বিরোধীদের। তারই যেন সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2019 11:25 PM IST