কলকাতা: তিনি কখনও ছবি এঁকেছেন। আবার কবিতাও লিখেছেন। গানের সুরও দিয়েছেন। মুখ্যমন্ত্রিত্বের প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিজের শিল্পীসত্তাকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময় পেলেই কলম বা তুলি নিয়ে বসে পড়েন। আর এবারের পুজোতেও চমক দিতে চলেছে মুখ্যমন্ত্রীর আর এক শিল্পীসত্তা।গতবার পুজোর অ্যালবামের জন্য গানের দু’কলি শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার পুজোর অ্যালবামেও সম্পূর্ণ গান গেয়েছেন তিনি। তৃণমূল সূত্রে খবর এমনটাই।
মহালয়া অর্থাৎ রবিবার নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র উৎসব সংখ্যার উদ্বোধন। সেখানেই প্রকাশিত হতে চলেছে পুজোর গানের অ্যালবাম। যার একাধিক গানই মুখ্যমন্ত্রীর লেখা। প্রতিবারই এই গানগুলি লেখেন তিনি। সুরও করেন। এবারও তার অন্যথা হচ্ছে না। সূত্রের খবর, প্রকাশিত হতে চলা এই 'বাংলা গান, উৎসবের গান' অ্যালবামের গান শোনা যাবে মুখ্যমন্ত্রীর গলায়। তবে সেটি কোন গান, তা এখনও স্পষ্ট নয়। রবিবার অ্যালবাম প্রকাশিত হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।
আরও পড়ুন : পুজো আসতেই মেট্রোয় যাত্রী সংখ্যা পেরলো ৬ লাখের গণ্ডি
গত বছর ৩০ সেপ্টেম্বর ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগের রাতে শিল্পী ইন্দ্রনীল সেনের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন শিল্পী নচিকেতাও। ঘরোয়া আড্ডায় খোশমেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের অন্দরের খবর, সেদিন অনেক রাত পর্যন্ত গানের রেওয়াজ সারেন মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা মতো গান নিয়ে আলোচনা এবং সুর বাঁধার কাজ হয় বলে খবর। সেই গানই মহালয়ার সন্ধেবেলায় প্রকাশ্যে এসেছিল।
আরও পড়ুন : ২ বছরের অপেক্ষা শেষ! মুখ্যমন্ত্রীর হাত ধরেই বৃহস্পতিবার শুভ উদ্বোধন টালা ব্রিজের
জানা গিয়েছে, এবারের অ্যালবামের মূল থিম ‘নারীশক্তি’, উৎসব, একটি গানের প্রসঙ্গে উঠে আসবে ইউক্রেনের ভারতীয় ছাত্রছাত্রীদের কথাও। সূত্রের খবর, গানের কথায় উঠে এসেছে এই বাংলার জয়গানই। উৎসবের গান অ্যালবামের কথা ও সুর দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। গান গেয়েছেন জিৎ গাঙ্গুলি, বাবুল সুপ্রিয়, মনোময়, শ্রীরাধা, চন্দ্রিকা, অদিতি, তৃষা, ইন্দ্রনীল ও মমতা বন্দোপাধ্যায় নিজে। আগামী রবিবার মমতা বন্দোপাধ্যায় এই অ্যালবাম প্রকাশ করবেন নজরুল মঞ্চ থেকে৷ শিল্পীরাও হাজির থাকবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mahalaya 2022, Mamata Banerjee