খেলার জগতে ফিরতেই রাজনীতি থেকে অবসর লক্ষ্মীর, দাবি মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: কোনও ভুল বোঝাবুঝি নেই৷ লক্ষ্মীরতন শুক্ল খেলাধুলো সংক্রান্ত কাজে মন দিতেই রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে পাঠানো ইস্তফা পত্রে লক্ষ্মী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাই উল্লেখ করেছেন বলে এ দিন দাবি করেন মুখ্যমন্ত্রী৷
এ দিনই আচমকা রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা৷ হাওড়া শহরের জেলা তৃণমূল সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মী৷ প্রাক্তন ক্রিকেটারের এই আচমকা পদক্ষেপে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে৷
লক্ষ্মীর ইস্তফা প্রসঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, 'লক্ষ্মী ভাল ছেলে, পদত্যাগ করেছে৷ ও চিঠিতে মন্ত্রিত্ব ছাড়ার কথা লেখেনি৷ লিখেছে সমস্ত রকম রাজনীতি থেকে সরে যেতে চাই, কারণ খেলার বিষয়ে আরও বেশি সময় দিতে হবে৷ তবে এমএলএ হিসেবে কাজ করব৷ বাকি সব দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক৷ এর মধ্যে কোনও ভুল বোঝাবুঝির জায়গা নেই৷ খেলার জগতের মানুষ, খেলায় ফিরে যেতে চাইছে, আরও ভাল করে কাজ করুক৷' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লক্ষ্মীর ইস্তফাপত্র গ্রহণ করার জন্য তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন৷
advertisement
advertisement
তবে লক্ষ্মীরতনের আচমকা ইস্তফা নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে৷ হাওড়া দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই লক্ষ্মী দল ছাড়তে বাধ্য হয়েছেন বলে খবর৷ ঘনিষ্ঠ মহলেও লক্ষ্মী জানিয়েছিলেন, তিনি কাজ করতে পারছেন না৷ আগামী বছরের আগে লক্ষ্মীর পক্ষে সিএবি-র ক্রিকেট প্রশাসক হিসেবেও যোগ দেওয়া সম্ভব নয়৷ ফলে সত্যিই খেলার দুনিয়ায় ফেরার ইচ্ছে নাকি অন্য কোনও ক্ষোভ নিয়ে লক্ষ্মী সরে দাঁড়ালেন, তা তিনি মুখ না খোলা পর্যন্ত স্পষ্ট হচ্ছে না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2021 4:29 PM IST