খেলার জগতে ফিরতেই রাজনীতি থেকে অবসর লক্ষ্মীর, দাবি মমতার

Last Updated:
#কলকাতা: কোনও ভুল বোঝাবুঝি নেই৷ লক্ষ্মীরতন শুক্ল খেলাধুলো সংক্রান্ত কাজে মন দিতেই রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে পাঠানো ইস্তফা পত্রে লক্ষ্মী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাই উল্লেখ করেছেন বলে এ দিন দাবি করেন মুখ্যমন্ত্রী৷
এ দিনই আচমকা রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা৷ হাওড়া শহরের জেলা তৃণমূল সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মী৷ প্রাক্তন ক্রিকেটারের এই আচমকা পদক্ষেপে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে৷
লক্ষ্মীর ইস্তফা প্রসঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, 'লক্ষ্মী ভাল ছেলে, পদত্যাগ করেছে৷ ও চিঠিতে মন্ত্রিত্ব ছাড়ার কথা লেখেনি৷ লিখেছে সমস্ত রকম রাজনীতি থেকে সরে যেতে চাই, কারণ খেলার বিষয়ে আরও বেশি সময় দিতে হবে৷ তবে এমএলএ হিসেবে কাজ করব৷ বাকি সব দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক৷ এর মধ্যে কোনও ভুল বোঝাবুঝির জায়গা নেই৷ খেলার জগতের মানুষ, খেলায় ফিরে যেতে চাইছে, আরও ভাল করে কাজ করুক৷' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লক্ষ্মীর ইস্তফাপত্র গ্রহণ করার জন্য তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন৷
advertisement
advertisement
তবে লক্ষ্মীরতনের আচমকা ইস্তফা নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে৷ হাওড়া দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই লক্ষ্মী দল ছাড়তে বাধ্য হয়েছেন বলে খবর৷ ঘনিষ্ঠ মহলেও লক্ষ্মী জানিয়েছিলেন, তিনি কাজ করতে পারছেন না৷ আগামী বছরের আগে লক্ষ্মীর পক্ষে সিএবি-র ক্রিকেট প্রশাসক হিসেবেও যোগ দেওয়া সম্ভব নয়৷ ফলে সত্যিই খেলার দুনিয়ায় ফেরার ইচ্ছে নাকি অন্য কোনও ক্ষোভ নিয়ে লক্ষ্মী সরে দাঁড়ালেন, তা তিনি মুখ না খোলা পর্যন্ত স্পষ্ট হচ্ছে না৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
খেলার জগতে ফিরতেই রাজনীতি থেকে অবসর লক্ষ্মীর, দাবি মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement