Mamata Banerjee: নির্বাচন কমিশনারের পদত্যাগ! কারণ বাংলা? ব্রিগেড থেকে 'আসল' কারণ বলে দিলেন মমতা!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: রবিবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের 'জনগর্জন' সভা থেকে অরুণ গোয়েলের ইস্তফার 'রহস্যফাঁস' করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিন কয়েক আগেই আচমকা নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন অরুণ গোয়েল৷ শনিবার আচমকাই ইস্তফা দেন গোয়েল৷ কী কারণে তাঁর ইস্তফা তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে রবিবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন’ সভা থেকে অরুণ গোয়েলের ইস্তফার ‘রহস্যফাঁস’ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার দাবি, ‘আমার প্রথম কথা গতকাল একজন ইলেকশন কমিশনার পদত্যাগ করেছেন। বাংলার উপরে জোর করে ভোট লুঠ করার যে চেষ্টা তা তিনি মেনে নিতে পারেননি। তাই তিনি পদত্যাগ করেছেন। আমরা তাঁকে স্যালুট জানাই। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালই কেটে দিচ্ছে।’
আরও পড়ুন: ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী কে? নাম নিলেন না অভিষেক! চমকে উঠল ব্রিগেড, তারপর…
জাতীয় নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও দু’জন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত৷ গোয়েল ইস্তফা দেওয়ায় এখন শুধুমাত্র মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে পদে থাকলেন রাজীব কুমার৷ কারণ,গত ফেব্রুয়ারি মাসেই আর এক নির্বাচন কমিশনার অনুপ পান্ডে অবসর নিয়েছেন৷ ভোটের মুখে আচমকা তাঁর ইস্তফায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে৷ গত সপ্তাহেই লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গেও এসেছিলেন অরুণ গোয়েল৷
advertisement
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে প্রার্থী তালিকায় বিরাট চমক মমতার! বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলল প্রার্থীদের নাম
অরুণের হঠাৎ পদত্যাগ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে গতকাল থেকেই বিঁধতে শুরু করেছে বঙ্গের শাসকদল তৃণমূল। ররিবারও মমতা বন্দ্যোপাধ্যায় সেই আগুনে আরও ঘি ঢেলে দিয়ে বললেন, ‘কেন্দ্রীয় সরকারের ভোট পরিচালনা মানতে না পেরে কমিশনার পদত্যাগ করেছেন।’ সূত্রের খবর, লোকসভা ভোটে বিজেপির টিকিটে লড়াই করতে পারেন অরুণ গোয়েল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 4:16 PM IST