Mamata Banerjee Shaoli Mitra: 'সিঙ্গুর-নন্দীগ্রামে সঙ্গী ছিলেন শাঁওলি দি', 'কাছের মানুষের' প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee Shaoli Mitra: শাঁওলি মিত্রের প্রয়াণে যেন এক কাছের মানুষকেই হারালেন, শোকবার্তায় এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন বেশ কিছুদিন। রবিবার সবার অলক্ষ্যেই চিরবিদায় নিলেন বিশিষ্ট নাট্যকার তথা অভিনেত্রী শাঁওলি মিত্র (Shaoli Mitra)। এদিন দুপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী নাট্যকার শম্ভু ও তৃপ্তি মিত্রর কন্যা। বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। এরইমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিশিষ্ট নাট্যব্যক্তিত্বের।
বাংলা, ইংরাজি-সহ বিভিন্ন ভাষায় নাট্যজগতে নিজের ছাপ ছেড়েছেন শাঁওলি মিত্র। বাংলায় পালাবদলের সময় আরও অনেক বিশিষ্ট বিদ্বজ্জনের সঙ্গে পথে নেমে শাসকের বিরোধিতা করেছিলেন শাঁওলি মিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Shaoli Mitra) ঘনিষ্ঠ ছিলেন তিনি। তাঁর প্রয়াণে যেন এক কাছের মানুষকেই হারালেন, শোকবার্তায় এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বার্তায় মমতা লেখেন, "বাংলা নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রখ্যাত মঞ্চশিল্পী শাঁওলি মিত্রের (Shaoli Mitra) প্রয়াণে আমি গভীর ভাবে শোকাভিভূত বোধ করছি (Mamata Banerjee on Shaoli Mitra)।"
advertisement
"প্রবাদপ্রতিম শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র বাংলা অভিনয় জগতে মহীরুহ ছিলেন। 'নাথবতী অনাথবৎ' বা 'কথা অমৃতসমান' এর মতো সৃষ্টিকর্ম বাংলার লোকমানসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শাঁওলি মিত্র আমার বহুদিনের সহযোগী ছিলেন। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে তিনি আমার সঙ্গে একসঙ্গে ছিলেন। আমি রেলমন্ত্রী থাকার সময় তিনি আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। পরে আমরা দায়িত্বে এলে কিছুদিন পর তিনি বাংলা একাডেমির সভাপতি হন এবং দায়িত্বের সঙ্গে মূল্যবান কাজ করেন। বাংলার সরকার তাঁকে ২০১২ সালে বঙ্গবিভূষণ ও ২০১৪ সালে দীনবন্ধু পুরস্কার দেয়।
advertisement
advertisement
একইসঙ্গে তাঁর বার্তায় মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) লেখেন, "শাঁওলি দির (Shaoli Mitra) ইচ্ছাক্রমে তাঁর প্রয়াণের খবর আমাকে শেষকৃত্যের পর দেওয়া হয়। আমি কিন্তু কাছের মানুষ হিসাবে তাঁকে মনে ধরে রাখলাম। আমাদের বহুদিনের সহকর্মী এবং সুহৃদ হিসেবে তিনি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবেন। আমি শাঁওলিদির পরিবার- পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
advertisement
প্রসঙ্গত, এদিন সিরিটি মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় শাঁওলি মিত্রের। আজীবন বাংলা নাট্যজগৎ এবং সিনেমার একনিষ্ঠ কর্মী ছিলেন শাঁওলি মিত্র (Shaoli Mitra)। কাজ করেছেন ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে। ২০০৩ সালে সংগীত নাটক অকাদেমি পুরস্কারে ভূষিত হন অনন্য অভিনয়ের জন্য। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে। দীর্ঘদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির দায়িত্বে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা নাট্যজগৎ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2022 11:52 PM IST