Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, এবার কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠকে মুখ্যসচিব! ৯ লাখ পরিবারের জন্য বড় খবর
- Published by:Debolina Adhikari
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রেল, ডিভিসি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আইও সি এল-সহ কয়েকটি কেন্দ্রীয় এজেন্সিকে এই দিনের বৈঠকে ডাকল নবান্ন।
কলকাতা: পানীয় জল নিয়ে সমস্যা দীর্ঘদিনের৷ সেই নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেয়৷ অভিযোগ, কেন্দ্রের একাধিক এজেন্সির গড়িমসিতে প্রায় ৫০ লক্ষ মানুষ, ৯ লক্ষ পরিবার জল পাচ্ছেন না।
তারপরই রেল, ডিভিসি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আইও সি এল-সহ কয়েকটি কেন্দ্রীয় এজেন্সিকে এই দিনের বৈঠকে ডাকল নবান্ন। সূত্রের খবর, সকাল ১১ টা থেকে মুখ্য সচিব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিয়ে বৈঠক করেন।
advertisement
advertisement
কী কী আলোচনা হয় সেই বৈঠকে? নবান্ন সূত্রে জানানো হয়েছে, যে যে জায়গায় পানীয় জল দেওয়ার জন্য সংযোগ আটকে রয়েছে, সেই এলাকাগুলিতে সমস্যা সমাধান করে দ্রুত ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেন মুখ্য সচিব। বৈঠকে ডিভিসিকেও পর্যাপ্ত জল দেওয়ার নির্দেশ দেন তিনি।
মুখ্য সচিব আরও জানান, দীর্ঘদিন ধরে সংযোগ সংক্রান্ত সমস্যা ফেলে রাখা যাবে না। বৈঠক উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের আধিকারিকরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 6:03 PM IST