Mamata Banerjee on Egg Price: মুরগির ডিমের দাম কেন আকাশছোঁয়া? কেন্দ্রকে দায়ী করেই কারণ বললেন মমতা

Last Updated:

এ দিনই নবান্ন থেকে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান বই আকারে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ডিমের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা৷
ডিমের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা৷
শীত পড়লে প্রতি বছরই পোলট্রির মুরগির ডিমের দাম বেশ কিছুটা বাড়ে৷ কিন্তু এবার তা যেন অতীতের সব নজির ছাড়িয়ে গিয়েছে৷ এক জোড়া মুরগির ডিমের দাম বাড়তে বাড়তে ১৫ টাকায় পৌঁছেছে৷ মুরগির ডিমের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রীর অভিযোগ, হাঁস-মুরগির প্রধান খাদ্য হিসেবে খামারে যে খাবার দেওয়া হয়, প্রায় প্রতি বছরই তার দাম ১২ শতাংশ হারে বাড়াচ্ছে কেন্দ্র৷ সেই কারণেই ডিমের দাম এতটা চড়া হারে বাড়ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ ডিমের দাম কেন এত বাড়ছে? হাঁস- মুরগির প্রধান খাবার যেটা, তার দাম প্রতি বছর কেন্দ্রীয় সরকার ১২ শতাংশ হারে বৃদ্ধি করছে৷ যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন তারা জেনে রাখুন আমরা ১২ রাজ্যে ডিম পাঠাই। হাঁস-মুরগির খাবারের দাম কেন্দ্র কেন বাড়িয়েছেন? কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় না জেনে যা খুশি বলে চলেছেন।’
advertisement
advertisement
এ দিনই নবান্ন থেকে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান বই আকারে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যাঁর নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালি৷ এই অনুষ্ঠানেই একাধিক ইস্যুতে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের বকেয়া টাকা আটকে রাখার অভিযোগেও সরব হয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Egg Price: মুরগির ডিমের দাম কেন আকাশছোঁয়া? কেন্দ্রকে দায়ী করেই কারণ বললেন মমতা
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement