Mamata Banerjee on TCS Campus: টাটাদের হাত ধরে ২৫ হাজার নতুন চাকরি, বদলে যাবে নিউ টাউনের চেহারা! বিরোধীদের বিঁধে আর কী জানালেন মমতা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দ্বিতীয় ধাপে ১৫ লক্ষ বর্গফুট জায়গা নিয়ে আরও একটি বহুতল নির্মাণ করবে টিসিএস৷ সেখানে আরও ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
নিউ টাউনে টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)-এর নতুন অফিস ক্যাম্পাস নির্মাণ প্রক্রিয়া আরও এক ধাপ এগোল৷ বেঙ্গল সিলিকন পার্কে টিসিএস-এর প্রস্তাবিত নতুন অফিস ভবনের বিল্ডিং প্ল্যান অনুমোদন করল নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি৷ মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় কুড়ি একর জায়গার উপরে টিসিএস-এর এই নতুন অফিস ভবন তৈরি হবে৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১২ তলার অফিস ভবন নির্মাণ করবে টিসিএস কর্তৃপক্ষ৷ সবমিলিয়ে ৯ লক্ষ বর্গফুট জায়গা থাকবে বিশ্বমানের এই বহুতল ভবনে৷ প্রায় ৫০০০ কর্মসংস্থান হবে টিসিএস-এর এই নতুন অফিস ভবনে৷
I am pleased to share that the New Town Kolkata Development Authority (NKDA) has sanctioned the Phase-I building plan for the TCS office campus at Bengal Silicon Valley, spread over 20 acres.
In this first phase, 9 lakh sq. ft. of world-class infrastructure, including an…
— Mamata Banerjee (@MamataOfficial) June 24, 2025
advertisement
advertisement
দ্বিতীয় ধাপে ১৫ লক্ষ বর্গফুট জায়গা নিয়ে আরও একটি বহুতল নির্মাণ করবে টিসিএস৷ সেখানে আরও ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সবমিলিয়ে বেঙ্গল সিলিকন পার্কে টিসিএস-এর এই নতুন ক্যাম্পাসে ২৫ হাজার কর্মসংস্থান হওয়ার কথা৷
এই ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বিরোধীদেরও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যাঁরা আমাদের অগ্রগতিগুলিকে ইচ্ছাকৃত ভাবে উপেক্ষা করে নিরন্তর বাংলার বদনাম করছেন, এই তথ্য দিয়ে তাদের মনে করিয়ে দিলাম যে আমরা কী করার ক্ষমতা রাখি৷ উদ্ভাবনী শক্তি, বিনিয়োগ এবং সবাইকে নিয়ে বৃদ্ধির কেন্দ্রবিন্দু এখন বাংলা৷ গোটা বিশ্ব তা প্রত্যক্ষ করছে৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 10:28 PM IST