Mamata Banerjee announces candidate list for by election: তিন কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার, ফের বিরোধীদের টেক্কা দিল তৃণমূল

Last Updated:

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর সময় তৃণমূল কংগ্রেস ভোটের কোনও প্রচার করবে না (Mamata Banerjee announces candidate list for by election)৷

ভবানীপুরে জয়ের পর মুখ্যমন্ত্রী৷   Photo-ANI
ভবানীপুরে জয়ের পর মুখ্যমন্ত্রী৷ Photo-ANI
#কলকাতা: ভবানীপুরে ঐতিহাসিক জয়ের দিনই বাকি কেন্দ্রগুলিতে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee announces candidate list for by election)৷ এ দিন ভবানীপুরে (Bhabanipur) ৫৮,৮৩২ ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী৷ জয়ের পর প্রতিক্রিয়া দেওয়ার সময়ই আগামী ৩০ অক্টোবর উপনির্বাচনের (West Bengal By Election) জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দেন মমতা৷ শুধুমাত্র গোসাবা কেন্দ্রের প্রার্থীর নাম এ দিন বিকেলে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আগামী ৩০ অক্টোবর রাজ্যের আরও চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে৷ এর মধ্য খড়দহ এবং গোসাবা কেন্দ্রে প্রার্থীদের মৃত্যু হয়েছিল৷ আর দিনহাটা এবং শান্তিপুরে বিজেপি-র জয়ী দুই বিধায়ক জগন্নাথ সরকার ও নীশিথ প্রামাণিক ইস্তফা দিয়েছেন৷ কারণ তাঁরা সাংসদ থাকতে চান৷ ওই চার কেন্দ্রেই এবার ভোটগ্রহণ হবে৷
advertisement
advertisement
খড়দহে যে শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হবেন, তা আগেই জানিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ এ দিন আনুষ্ঠানিক ভাবে সেই ঘোষণা করেন তিনি৷ খড়দহে ভোটের ফল বেরনোর কয়েকদিন আগেই মৃত্যু হয় তৃণমূল প্রার্থী কাজল সিনহার৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শান্তিপুরে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ব্রজকিশোর গোস্বামী৷ দিনহাটায় ফের উদয়ন গুহকেই প্রার্থী করছে শাসক দল৷ বিধানসভা নির্বাচনে নীশিথ প্রামাণিকের কাছে অল্পের জন্য পরাজিত হয়েছিলেন উদয়ন গুহ৷
advertisement
যদিও গোসাবা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, গোসাবার জন্য দু' জন প্রার্থীর নাম দলের কাছে জমা পড়েছে৷ আজ বিকেলেই তার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে৷
উপনির্বাচনের আগে খুব বেশি সময় নেই৷ তার উপরে আর সপ্তাহখানেক পরই রাজ্য জুড়ে দুর্গা পুজোর উদযাপন শুরু হয়ে যাবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর সময় তৃণমূল কংগ্রেস ভোটের কোনও প্রচার করবে না৷ তৃণমূলনেত্রী বলেন, 'আমরা চাই না পুজোর সময় মানুষ কোনওভাবে বিরক্ত হোক৷'
advertisement
ভবানীপুরেও অন্যান্য দলগুলির তুলনায় অনেক আগে থেকে প্রচার শুরু করে দিয়েছিল তৃণমূল৷ একই ভাবে বাকি চার কেন্দ্রের উপনির্বাচনের জন্যও বিরোধীদের আগে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল রাজ্যের শাসক দল৷ ফলে বাকি চার আসনের উপনির্বাচনেও বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে থাকল তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee announces candidate list for by election: তিন কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার, ফের বিরোধীদের টেক্কা দিল তৃণমূল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement