Mamata Banerjee on cabinet reshuffle: বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল, বাদ যাবেন চার থেকে পাঁচ জন ! নবান্নে বড় ঘোষণা মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নতুন পাঁচ থেকে ছ' জনকে মন্ত্রিসভায় নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন মমতা৷
#কলকাতা: আগামী পরশুদিন, বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বর্তমান মন্ত্রিসভায় যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে চার থেকে পাঁচ জন বাদ যাবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে এঁদেরকে দলের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন মমতা৷ নতুন পাঁচ থেকে ছ' জনকে মন্ত্রিসভায় নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন মমতা৷ তবে কারা বাদ যাবেন বা কারা অন্তর্ভুক্ত হবেন, সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি মুখ্যমন্ত্রী৷
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই রাজ্য মন্ত্রিসভার রদবদল নিয়ে কৌতূহল ছড়িয়েছিল৷ কারণ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
মন্ত্রিসভার ভাবমূর্তি উদ্ধার করতে বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে, এমন প্রত্যাশা ছিল রাজনৈতিক মহলের৷ মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন দাবি, ছোট রদবদলই করা হচ্ছে৷ যাঁরা মন্ত্রিসভা থেকে বাদ যাবেন, তাঁদের দলের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন মমতা৷
advertisement
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'সুব্রতদা, সাধনদার মতো সিনিয়র মন্ত্রীরা মারা গিয়েছেন৷ পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন৷ তাঁদের কাজগুলো কে করবে? আমার একার পক্ষে তো সব দেখা সম্ভব না৷ চাঁর- পাঁচজনকে আমরা মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের কাজে ব্যবহার করব৷ নতুন পাঁচ- ছ' জনকে সেই জায়গায় নিয়ে আসা হবে৷'
advertisement
মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন তা নিয়েও আগ্রহ তুঙ্গে৷ মনে করা হচ্ছে, তরুণ মুখ এবং স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, এমন নেতাদেরই মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে৷ পাশাপাশি কারা মন্ত্রিসভা থেকে বাদ যাবেন তা নিয়েও নবান্ন এবং তৃণমূলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2022 1:01 PM IST