Mamata-Abhishek: রেড রোডে মমতা- শহিদ মিনার ময়দানে অভিষেক, বুধবার শহর জুড়ে ঠাসা কর্মসূচি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
শাসক দলের দুই হেভিওয়েটের কর্মসূচি ঘিরে সরগরম রাজনৈতিক শিবির ৷
আবীর ঘোষাল, কলকাতা: আজ, বুধবার থেকেই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শহিদ মিনার ময়দানে ছাত্র-যুব সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে যুব নেতাদের নাম । পঞ্চায়েত নির্বাচনের আগে ছাত্র-যুবদের কি বার্তা অভিষেকের ? ধর্মতলার সভার দিকে তাকিয়ে তৃণমূল শিবির।
তবে শাসক দলের হেভিওয়েটদের আন্দোলনে কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গে মিল রয়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের ইস্যু কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বাংলাকে বঞ্চনা এবং ইডি, সিবিআইয়ের মত কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার। অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে ফের কেন্দ্রীয় প্রকল্পের অর্থ মিলছে না, রাজনৈতিক প্রতিহিংসা করছে এই অভিযোগে আজ ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলার ছাত্র-যুবদের ও দলের কর্মীদের ময়দানে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস।
advertisement

advertisement
রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না আজ, বুধবার শুরু হবে বেলা ১২টা নাগাদ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সেই ধর্না চলার কথা। সূত্রের খবর, রাজ্যের একাধিক দফতরের মন্ত্রী, দলের সাংগঠনিক নেতৃত্ব সেখানে হাজির থাকবেন। অন্যদিকে ব্লকে ব্লকেও এই ধর্না কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের দিকে মুখ করে বসবেন। ইতিমধ্যেই রেড রোডের উভয় প্রান্তেই ব্যারিকেড করা হচ্ছে। অন্যদিকে ছাত্র-যুব সমাবেশ কার্যত ২১ জুলাইয়ের প্রস্তুতি হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস।
advertisement
রাজ্যের সর্বত্র এই সমাবেশ নিয়ে নেতারা মিটিং করেছেন। দলীয় সূত্রে দাবি, রেকর্ড সংখ্যক ছাত্র-যুব জমায়েত হবে এই সমাবেশে। ইতিমধ্যেই শহিদ মিনার ময়দানে মঞ্চ তৈরির কাজ শেষের পথে। ভোটের সময় একই দিনে মমতা-অভিষেকের রাজনৈতিক কর্মসূচি থাকে। তবে শহর কলকাতায় একই দিনে দুই রাজনৈতিক হেভিওয়েটের স্বল্প দূরত্বে রাজনৈতিক কর্মসূচি এর আগে দেখা গিয়েছে বলে অনেকেই মনে করতে পারছেন না। একদিকে রাজনৈতিক, একদিকে প্রশাসনিক-দুই হেভিওয়েটের কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েতের আগেই ময়দানে ঝাঁপাতে চলেছে শাসক দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 6:15 AM IST