Mamata Banerjee News: 'সুপ্রিম কোর্ট বলার পরেও আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না!' এসআইআর হয়রানি নিয়ে বিস্ফোরক মমতা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এ দিন ফের একবার উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী৷ নির্বাচনের আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ আজই মহাকাল মন্দিরের শিলন্যাসও কতকহল
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নাগকরিকত্বের প্রমাণ হিসেবে এসআইআর-এর শুনানিতে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না৷ এ দিন উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আরও অভিযোগ, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে এসআইআর-এর শুনানিতে অনেক নথিতে ছাড় দেওয়া হলেও এ রাজ্যে অযথা মানুষকে হয়রান করা হচ্ছে৷
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্ট আধার কার্ড নেওয়ার কথা বললেও তা গ্রহণ করা হচ্ছে না৷ প্রাক্তন বিদেশ সচিবকেও শুনানিতে ডাকা হয়েছে৷ অমর্ত্য সেনকেও ডাকা হয়েছে৷ আদালতে মামলা চলছে৷ আদালত সিদ্ধান্ত নেবে৷ আমরা মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকব৷ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে৷’
এসআইআর হয়রানির অভিযোগকে কেন্দ্র করে বেলডাঙায় যে অশান্তি ছড়িয়েছে, তার পিছনেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএলও-রা চাপে পাগল হয়ে যাচ্ছে৷ কী সাংঘাতিক পরিস্থিতি৷ বিজেপি-র প্ল্যান এটা৷ ভোটে পারবে না তাই ঘোঁট পাকাচ্ছে৷’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অন্য রাজ্যে সব নথি গ্রহণ করা হচ্ছে৷ বাংলায় করা হচ্ছে না৷ চেয়ারের নিরপেক্ষতা রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 2:34 PM IST











