দুর্যোগের সময় বলছে সরকার তাড়াও, আমরা কি দিল্লি থেকে প্রধানমন্ত্রীকে সরাতে বলেছি? প্রশ্ন মমতার
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
তাঁর অভিযোগ, এই দুর্যোগের সময় মানুষের পাশে থাকার বদলে নিয়মিত রাজনীতি করে গিয়েছে বিরোধীরা।
#কলকাতা: ফের কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আমফান ও করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণ করেন তিনি। তিনি বলেন, আমফানে প্রবল ক্ষতির মুখে পড়েছে পশ্চিমবঙ্গ। রাজ্য সরকার ৫৫ হাজার কোটি টাকা শোধ করেও ঝড়ের মুখে পড়া গৃহহীনদের সাহায্য করেছে। নিয়মিত সরকারি কর্মীদের বেতন দিয়েছে। সফলভাবে আমফানের মোকাবিলা করেছে। অন্য কোনও রাজ্য হলে এই পরিস্থিতি সামাল দিতে পারতো না।
তাঁর অভিযোগ, এই দুর্যোগের সময় মানুষের পাশে থাকার বদলে নিয়মিত রাজনীতি করে গিয়েছে বিরোধীরা। তিনি বলেছেন, দুর্যোগের সময়েও চলছে ভোটের রাজনীতি। আমরা যখন করোনা ভাইরাস ও আমফানের বিরুদ্ধে লড়াই করছি। মানুষের প্রাণ বাঁচাতে চেষ্টা করছি, তখন কিছু রাজনৈতিক দল বলছে, আমাদের সরিয়ে দিতে। আমি তো কখনও বলিনি দিল্লি থেকে প্রধানমন্ত্রীকে মোদিকে সরিয়ে দেওয়া উচিত। এখন কি রাজনীতি করার সময় নাকি? শেষ তিনমাসে বিরোধীরা কোথায় ছিল? আমরা মাঠে নেমে এই তিনমাস কাজ করেছি। বাংলা করোনা ভাইরাস আর ষড়যন্ত্র, এই দুইয়ের বিরুদ্ধেই জিতবে।’
advertisement
Is this the time for engaging in politics? Where were they for the last three months? We were working on the ground. Bengal will win against both COVID and the conspiracy: West Bengal CM Mamata Banerjee (2/2) https://t.co/PzHB7oJW0q
— ANI (@ANI) June 5, 2020
advertisement
advertisement
এদিকে শুক্রবারই রাজ্যে আমফানের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে এসেছে কেন্দ্রীয় দল। তাঁরা রাজ্যের মানুষের হাতে কেন্দ্রীয় ত্রাণের সাহায্য ঠিক মতো আসছে কিনা, রাজ্যে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করছে কি না, তা খতিয়ে দেখবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2020 5:24 PM IST