‘দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা, এই নারকীয় গণহত্যার নিন্দা করি’, ইন্ডোর থেকে পাল্টা আক্রমণ মমতার

Last Updated:

দিল্লি হিংসায় এভাবেই কেন্দ্রকে আক্রমণ মমতার ৷

#কলকাতা: দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা। তারপর রাজধানীতে গুজরাত মডেল অনুসরণ করে সাম্প্রদায়িক হিংসার রূপ দেওয়া হয়েছে ৷ নেতাজি ইন্ডোরের সভা থেকে দিল্লি হিংসায় এভাবেই কেন্দ্রকে আক্রমণ মমতার ৷ এখানেই শেষ নয় ৷ দিল্লির ঘটনাকে স্টেট স্পনসর্ড হিংসা বলেও নিন্দা মমতার ৷ সভার শুরুতেই হিংসায় নিহতদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন তিনি ৷
পাখির চোখ ২০২১ । গেরুয়া শিবিরের পাল্টা ঝুলি থেকে এবার নতুন অস্ত্র বের করছে ঘাসফুল শিবির। 'দিদিকে বলো'র পর এবার তৃণমূলের নয়া কর্মসূচি 'বাংলার গর্ব মমতা'। সোমবার নেতাজি ইন্ডোরে সেই কর্মসূচির উদ্বোধনীতেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দিল্লির পরিস্থিতি ৷ রাজধানীর হিংসায় সরব নেত্রীর নিশানায় মোদী সরকার ৷ কেন্দ্রের সরকারের তীব্র নিন্দা করে মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার উদ্ধত ৷ সেখানে শুধুই একনায়কতন্ত্রের আস্ফালন। পরিকল্পিতভাবে দিল্লিতে চলেছে নারকীয় গণহত্যা ৷ দিল্লির হিংসার নিন্দা করি ৷ রাষ্ট্রের মদতে হিংসা ৷ উত্তরপ্রদেশেও একই চেষ্টা চলছে ৷’ একইসঙ্গে বিজেপির গোলি মারো.. স্লোগান নিয়েও সরব হন তিনি ৷ তীব্র ধিক্কার জানিয়ে গেরুয়া শিবিরের প্রতি তাঁর হুঁশিয়ারি এটা কলকাতা, দিল্লি নয় ৷’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘এটা দাঙ্গা নয়। প্ল্যানড জেনোসাইড। পরে দাঙ্গার রূপ। প্রতিদিন বডি পাওয়া যাচ্ছে। দিল্লিতে তো কেন্দ্রের পুলিশ। সিআরপিএফ-সেনা। কেন শিখ দাঙ্গার পরে এতবড় দাঙ্গা। বিজেপি কেন ক্ষমা চাইল না। ক্ষমা চাওয়া তো দূরের কথা। বলছে, আমাদের দখল নিতে হবে। দিল্লিতে সাতটা আসন জিতে দাঙ্গা উপহার দিয়েছে। অসম, ত্রিপুরা, উত্তরপ্রদেশেও কোনও বিচার নেই ৷’
advertisement
advertisement
কেন দিল্লির হিংসাকে গণহত্যা বলে দাবি করছেন, সোমবার, নেতাজি ইন্ডোরের সভা থেকে তারও ব্যাখ্যা দিয়েছেন মমতা। টেনে এনেছেন গুজরাত হিংসার প্রসঙ্গ। বলেন, ‘দিল্লিতে পুলিশ দাঁড়িয়ে দেখেছে। তাই বলছি জেনোসাইড। স্টেট স্পনসর্ড। দিল্লিতে গুজরাত মডেল নিয়ে এসেছে। গুজরাতে করে পার পেয়ে গেছে। তারপর ইউপিতে ২৫-৩০ জনকে মারা হয়েছে। দিল্লিতেও সেম মডেল ৷’ কেন্দ্রের শাসক দলকে বিঁধতে দিল্লি হিংসার ঘটনাকেই এ দিন বারবার অস্ত্র করলেন মমতা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা, এই নারকীয় গণহত্যার নিন্দা করি’, ইন্ডোর থেকে পাল্টা আক্রমণ মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement