মোদি ছাড়া তৈরি হোক জাতীয় সরকার, নেতৃত্ব দিন আডবানি-রাজনাথ: মমতা

Last Updated:

কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করলেন মমতার। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদ থেকে হঠানোর ডাক দিলেন তৃণমূল নেত্রী ।

#কলকাতা:  কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করলেন মমতার। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদ থেকে হঠানোর ডাক দিলেন তৃণমূল নেত্রী । তাঁর দাবি, প্রতিদিন দেশের বহু প্রতিষ্ঠান ভেঙে ফেলা হচ্ছে। দেশের যা অর্থনৈতিক পরিস্থিতি তাতে জাতীয় সরকার তৈরি হোক। সেই সরকারের মাথায় বসতে পারেন লালকৃষ্ণ আডবাণী, রাজনাথ সিং বা অরুণ জেটলি। এ নিয়ে সকলে মিলে রাষ্ট্রপতির কাছে আবেদন করা হবে। কিন্তু, মোদি কখনই নয়। তাঁর তোপ, যোগ্যতাই নেই মোদির।
নোটবন্দির বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির কাছে নালিশও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই, নোটবাতিলে দেশের অর্থনীতি থমকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রণব মুখোপাধ্যায়। সেই সূত্র ধরেই ফের রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বিরোধিতায় জোট বাঁধার আহ্বান জানালেন সব রাজনৈতিক দলগুলিকেও। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশ, জাতি রাজ্যকে বাঁচান। রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের বড় ভূমিকা আছে। ‘দেশের রাষ্ট্রীয় কাঠামো ভাঙা হচ্ছে ৷ গায়ের জোরে দেশকে ধ্বংস করছে কেন্দ্র ৷ দেশজুড়ে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র ৷ প্রতিদিন কিছু না কিছু কাঠামো ভাঙা হচ্ছে ৷ বিকল্প কোনও ব্যবস্থা না করেই সিদ্ধান্ত ৷ রাষ্ট্রীয় কাঠামোর পক্ষে ক্ষতিকর সিদ্ধান্ত নিচ্ছে মোদি সরকার ৷ রাষ্ট্রপতিকে বলব দেশটাকে বাঁচান ৷ গরিবদের দুর্দশা নিয়ে রাষ্ট্রপতি বলেছেন ৷ রাষ্ট্রপতিজি যথার্থই বলেছেন ৷ আমরাই রাষ্ট্রপতিকে অনুরোধ করেছিলাম ৷’
advertisement
একধাপ এগিয়ে মমতার দাবি, দেশে জাতীয় সরকার তৈরি হোক। মোদি শিবিরে ফাটল ধরানোর চেষ্টা করে, সরকারের শীর্ষনেতা হিসেবে ভাসিয়ে দিলেন লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিং বা অরুণ জেটলির নামও। বলেন, দেশে জাতীয় সরকার আসুক ৷ তাতে আদবানিজি প্রধানমন্ত্রী হতে পারেন ৷ যদি রাজনাথ সিং, অরুণ জেটলি হন, তাতেও আমাদের আপত্তি নেই ৷ আমরা রাষ্ট্রপতি শাসন চাইছি না ৷ চাইছি একটা জাতীয় সরকার ৷ ওদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ওরাই নেতৃত্ব দিক ৷ আমাদের কোনও অসুবিধা নেই ৷ কিন্তু মোদির গা জোয়ারি আমরা মানব না ৷ তাতে নরেন্দ্র মোদি আমার গলা কাটতে পারে ৷ তাতে আমার কিছু যায় আসে না ৷ আমরা আন্দোলন করব, মানুষের পাশে থাকবই ৷’ একই সঙ্গে মোদিকে মমতার কটাক্ষ, ‘মহামতি কালীদাস বুদ্ধিহরণ বাবু ৷ যে ডালে বসে আছেন সেটাই কাটছেন ৷ সরকারি মেশিনারির অপব্যবহার করছেন ৷’
advertisement
advertisement
বাংলাদেশ বা ব্রিটেনে একসময় জাতীয় সরকার তৈরি হয়। এদেশে কি তা সম্ভব?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতীয় সংবিধানে জাতীয় সরকার গঠনের কোনও রাস্তা খোলা নেই। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন দাবি কেন? নোটবন্দির জেরে দেশ চরম অর্থনৈতিক সংকটে। তাই জাতীয় সরকার গঠনের দাবি তুলে মোদির ওপর পালটা চাপ তৈরি করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, রাষ্ট্রপতি শাসন দাবির রাস্তাও খোলা রেখে দিলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোদি ছাড়া তৈরি হোক জাতীয় সরকার, নেতৃত্ব দিন আডবানি-রাজনাথ: মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement