ডেঙ্গির পরে এবার ম্যালেরিয়া-ভীতি, শহরে ৭৭ বছরের বৃদ্ধার মৃত্যু
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:AVIJIT CHANDA
Last Updated:
ভাইভ্যাক্স ম্যালেরিয়া আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন Woodlands হাসপাতালে।
কলকাতা: ডেঙ্গির সঙ্গে আতঙ্ক বাড়াচ্ছে ম্যালেরিয়া। কলকাতার মেয়রের ওয়ার্ডে ম্যালেরিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু। গত ২ নভেম্বর উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন বৃদ্ধা। গতকাল ১০ নভেম্বর তাঁর মৃত্যু হয়। মাল্টি অর্গান ফেইলিয়ার এবং ম্যালেরিয়া সংক্রমণের কথা উল্লেখ করা আছে ডেথ সার্টিফিকেটে।
রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে ৫ জনের। রাজ্যজুড়ে কমেনি ডেঙ্গির দাপটও। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক।
মশাবাহিত রোগের প্রকোপ রুখতে বিভিন্ন জায়গায় জমে থাকা কঠিন বর্জ্য কিংবা নোংরা আবর্জনা পরিষ্কার কর্মসূচি নেওয়া হয়।পাশাপাশি অঞ্চল ও ব্লক প্রশাসনের আধিকারিকরা সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করছেন। তবে গত পাঁচ বছরের মধ্যে এ বছরের ডেঙ্গির পরিসংখ্যান কিন্তু রেকর্ড ভেঙেছে। এবার এর পাশাপাশি ম্যালেরিয়ার প্রকোপ কিন্তু চিন্তা বাড়াচ্ছে আরও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2023 9:47 PM IST