Bally Station: নতুন রূপে বালি স্টেশন, আমূল বদল! দেখলে চিনতেই পারবেন না...
- Published by:Rachana Majumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Bally Station: বালি জংশন এমন একটা স্টেশন, যেখানে মেন ও কর্ড হাওড়া ডিভিশনের দুই অংশ ব্যবহার করেন৷ তাই এর পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে দ্রুত গতিতে।
বালি স্টেশন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এমন একটি গুরুত্বপূর্ণ স্টেশন যেখানে হাওড়া- বর্ধমান শাখার মেন ও কর্ড লাইনের সংযোগ স্থাপন হয়েছে। এর ফলে এই স্টেশন দিয়ে প্রত্যেকদিন বহুসংখ্যক যাত্রী যাতায়াত করেন । এই স্টেশন থেকে বাবা কল্যানেশ্বর মন্দির ছাড়াও বেলুর মঠও দর্শন করা যেতে পারে। বর্তমান স্টেশন ভবনটি শতাধিক বছরের পুরানো। এই স্টেশনটিকে ‘অমৃত ভারত যোজনা’-র আওতায় আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্টেশনটি সংস্কারের জন্য ৬.৪৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
বর্তমানে স্টেশনটির আমূল সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একদিকে যেমন স্টেশনটির ৪নং প্ল্যাটফর্মের নতুন শেড তৈরির কাজ চলছে অপরদিকে তেমনি ১নং প্ল্যাটফর্মে কোটা পালিশের মাধ্যমে ঝাঁ-চকচকে প্ল্যাটফর্মের মেঝে তৈরি হচ্ছে। এই নতুন রূপের বালি স্টেশনে যাত্রীরা যাতে স্বচ্ছন্দ্যে 4-Wheeler ও 2-Wheeler পার্কিং করতে পারেন, তারও ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে যাত্রীরা সহজেই তাঁদের নিজস্ব গাড়ি পার্কিং করে ট্রেনে যাতায়াত করতে পারবেন। এই স্টেশন সংস্কারের কাজ ৩১শে মার্চ, ২০২৪ এর মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
advertisement
যাত্রীসাধারণের কথা মাথায় রেখে নিম্নলিখিত পরিবর্তনগুলি করা হচ্ছে :
advertisement
• পাখা ও আলোকসজ্জার উন্নতিকরণ
• বৈদ্যুতিক তারের পুনর্বিন্যাস
• ভঙ্গুর বৈদ্যুতিক যন্ত্রপাতির পরিবর্তন
• রাস্তায় সাজানো বৈদ্যুতিক পোল
• সুউচ্চ জাতীয় পতাকা স্থাপন
• স্টেশনের সম্মুখভাগের আলোকসজ্জার পরিবর্তন
• ওয়াটার কুলার স্থাপন
• যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য চলমান সিড়ি এবং লিফ্ট
advertisement
• সমস্ত সাইনেজের পরিবর্তন
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র বলেন “বালি স্টেশনে আজকের দিনে যে সকল ত্রুটি দেখা যাচ্ছে, অমৃত ভারত স্টেশনের এই বিশাল কর্মকান্ডের ফলে আগামীদিনে পূর্ব রেলের অন্যান্য স্টেশনের তুলনায় বালি স্টেশনটি সবদিক দিয়ে আধুনিক এবং যাত্রী পরিষেবায় বড় ভূমিকা নেবে। “
বালি জংশন এমন একটা স্টেশন, যেখানে মেন ও কর্ড হাওড়া ডিভিশনের দুই অংশ ব্যবহার করেন৷ তাই এর পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে দ্রুত গতিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 17, 2024 9:53 AM IST