১৬০ কোটি ব্যয়ে মাঝেরহাটে তৈরি হতে চলেছে নয়া ব্রিজ
Last Updated:
#কলকাতা: ১৬০ কোটি ব্যয়ে মাঝেরহাটে তৈরি হতে চলেছে নয়া ব্রিজ ৷ ব্রিজ তৈরির টেন্ডার প্রক্রিয়া শেষ ৷ পঞ্জাবের একটি সংস্থাকে ব্রিজ তৈরির বরাত দিতে চলেছে রাজ্য ৷
ব্রিজ তৈরির বরাত পাবে কোন সংস্থা সেই বিষয়ে সরকারের তরফে টেন্ডার ডাকা হয়েছিল। ২৫ অক্টোবর আবেদনকারী সংস্থার মধ্যে থেকে বেছে নেওয়া হয় পাঞ্জাবের একটি কনস্ট্রাকশন কোম্পানি।
গত সেপ্টেম্বর মাসে ঘটে সেই ভয়াবহ ঘটনা ৷ বিকেলের ব্যস্ত সময়ে হঠাৎই বিপর্যয়। চোখের সামনে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ ৷ কিছু বুঝে ওঠার আগেই চারদিকে আর্তনাদের শব্দ। লোকজনের চেঁচামেচি, হুড়োহুড়ি। ব্রিজ থেকে পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি। রীতিমতো খেলনায় পরিণত হয়েছে গাড়িগুলি।
advertisement
advertisement
দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা । যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, অবরুদ্ধ হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। একবালপুর ও বেহালার মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ । চরম সমস্যায় পড়েন বেহালাবাসীরা ৷ লাগামছাড়াভাবে বেড়েছিল অটো ভাড়াও ৷
যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন রুটে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর ৷ কিন্তু তা স্বত্ত্বেও সমস্যার সমাধান হয়নি ৷ যদিও নতুন ব্রিজ তৈরির পর পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও ১ বছরের অপেক্ষা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2018 5:28 PM IST