Mahua Moitra News: হল না শেষরক্ষা, বাংলো-হীন মহুয়া মৈত্র! শুক্র সকালেই ঘটল বড় ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mahua Moitra News: দিল্লির টেলিগ্রাফ লেনে ৯বি নম্বর বাড়িটিতে ছিলেন মহুয়া মৈত্র। শুক্রবার সকালেই তা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে ধাক্কা খেয়েছেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তাঁকে দেওয়া বাসভবন ছেড়ে দেওয়ার নোটিসের বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি আদালত৷ বরং জানিয়ে দিয়েছে, এমন কোনও আইন বা নীতি নেই যাতে, এই ধরনের মামলার ক্ষেত্রে বাসভবনে থাকার মেয়াদ বৃদ্ধি করা যায়৷ প্রসঙ্গত, ‘ঘুষের বদলে প্রশ্ন’ কাণ্ডে গত বছর বহিষ্কার করা হয়েছে তৃণমূলের মহুয়া মৈত্রকে৷ আর আদালতে ধাক্কা খাওয়ার পরই শুক্রবার সকালেই মহুয়া মৈত্রকে উচ্ছেদ করতে দিল্লির বাংলোতে দল পাঠায় কেন্দ্রীয় সরকার। তবে মহুয়ার আইনজীবী জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় দল পৌঁছনোর আগেই বাংলো খালি করে দিয়েছেন মহুয়া। শুক্রবার সকাল ১০টা নাগাদ বাংলো খালি করে দেওয়া হয়েছে।
দিল্লির টেলিগ্রাফ লেনে ৯বি নম্বর বাড়িটিতে ছিলেন মহুয়া মৈত্র। শুক্রবার সকালেই তা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। ডিরেক্টরেট অফ এস্টেট (ডিওই)-এর আইনজীবীর হাতে বাংলোর জিনিসপত্রও তুলে দেওয়া হয়েছে বলে খবর। ডিওই আসার আগেই বাংলো খালি করা হয়েছিল। ফলে উচ্ছেদ করতে হয় মহুয়া মৈত্রকে।
advertisement
advertisement
বহিষ্কারের নির্দেশের পরেই সাংসদ হিসাবে মহুয়ার বাসভবন ছেড়ে দেওয়ার জন্য তাঁকে নির্দেশ পাঠায় কেন্দ্রের ডিরেক্টরেট অফ এস্টেটস৷ সেই নোটিসের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আপিল করেছিলেন মহুয়া৷ সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার৷ শুনানি শেষে বিচারপতি গিরীশ কাঠপালিয়া জানান, সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে সরকারি আবাসস্থলে বসবাসের মেয়াদবৃদ্ধি সংক্রান্ত কোনও নিয়ম উল্লিখিত নেই৷ বর্তমান পরিস্থিতি অনুযায়ী, সরকারি বাসববনে আবেদনকারীর (মহুয়ার) থাকার অধিকার নেই৷ এই কথা বলে এ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা জানায় আদালত৷
advertisement
আগামী ২৪ জানুয়ারি মামলার ফের শুনানি৷ গত বছর লোকসভা থেকে বহিষ্কারের পরে মহুয়াকে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। সংসদ সদস্য হিসাবে বাড়িটি তাঁকে বরাদ্দ করা হয়েছিল৷ কিন্তু, এখন যেহেতু তিনি আর ওই পদে নেই, তাই সংশ্লিষ্ট বিভাগ থেকে তাঁকে উচ্ছেদের নোটিস পাঠানো হয়েছে। গত মঙ্গলবার বাংলো খালি করার নোটিস পান মহুয়া৷ এবার সেই বাংলোই ছেড়ে দিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 1:51 PM IST