নিয়ম ভেঙে বিজেপি-র প্রার্থী, স্বপন দাশগুপ্তের সাংসদ পদ খারিজের দাবি মহুয়ার

Last Updated:

রবিবার বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে নাম রয়েছে স্বপন দাশগুপ্তের৷ তাঁকে হুগলির তারকেশ্বর থেকে প্রার্থী করা হয়েছে৷

#কলকাতা: নিয়ম ভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সাংসদ পদ খারিজ করার দাবি জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তৃণমূল সাংসদের দাবি, শপথ গ্রহণের পর ছ' মাস পেরিয়ে গেলে রাজ্যসভার কোনও মনোনীত সাংসদ কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না৷ সংবিধানের দশম তফশিলে কী ব্যাখ্যা দেওয়া আছে, ট্যুইটে তারও উল্লেখ করেছেন মহুয়া৷
রবিবার বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে নাম রয়েছে স্বপন দাশগুপ্তের৷ তাঁকে হুগলির তারকেশ্বর থেকে প্রার্থী করা হয়েছে৷
ট্যুইটারে মহুয়া লিখেছেন, 'স্বপন দাশগুপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী হয়েছেন৷ সংবিধানের দশম তফশিল অনুযায়ী কোনও মনোনীত সদস্য যদি শপথ গ্রহণ থেকে ছ' মাস কেটে যাওয়ার পরে কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সদস্যপদ খারিজ হওয়া উচিত৷ উনি ২০১৬ সালে শপথ নেন, এখন বিজেপি-তে যোগ দেওয়ার জন্য তাঁর সাংসদপদ খারিজ হওয়া উচিত৷'
advertisement
advertisement
advertisement
এর পরই আরও একটি ট্যুইট করেন মহুয়া৷ সেই ট্যুইটে রাজ্য সভার মনোনীত সদস্যদের তালিকা পোস্ট করেন মহুয়া৷ যার মধ্যে রয়েছে স্বপন দাশগুপ্তের নাম৷
রবিবার মোট ৬৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি৷ যার মধ্যে বড় চমক ছিল চার সাংসদের নাম৷ স্বপন দাশগুপ্ত ছাড়াও বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামাণিক এবং লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি৷ স্বপন দাশগুপ্ত ছাড়া বাকি তিন জনই অবশ্য লোকসভার সদস্য৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিয়ম ভেঙে বিজেপি-র প্রার্থী, স্বপন দাশগুপ্তের সাংসদ পদ খারিজের দাবি মহুয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement