নিয়ম ভেঙে বিজেপি-র প্রার্থী, স্বপন দাশগুপ্তের সাংসদ পদ খারিজের দাবি মহুয়ার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রবিবার বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে নাম রয়েছে স্বপন দাশগুপ্তের৷ তাঁকে হুগলির তারকেশ্বর থেকে প্রার্থী করা হয়েছে৷
#কলকাতা: নিয়ম ভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সাংসদ পদ খারিজ করার দাবি জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তৃণমূল সাংসদের দাবি, শপথ গ্রহণের পর ছ' মাস পেরিয়ে গেলে রাজ্যসভার কোনও মনোনীত সাংসদ কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না৷ সংবিধানের দশম তফশিলে কী ব্যাখ্যা দেওয়া আছে, ট্যুইটে তারও উল্লেখ করেছেন মহুয়া৷
রবিবার বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে নাম রয়েছে স্বপন দাশগুপ্তের৷ তাঁকে হুগলির তারকেশ্বর থেকে প্রার্থী করা হয়েছে৷
ট্যুইটারে মহুয়া লিখেছেন, 'স্বপন দাশগুপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী হয়েছেন৷ সংবিধানের দশম তফশিল অনুযায়ী কোনও মনোনীত সদস্য যদি শপথ গ্রহণ থেকে ছ' মাস কেটে যাওয়ার পরে কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সদস্যপদ খারিজ হওয়া উচিত৷ উনি ২০১৬ সালে শপথ নেন, এখন বিজেপি-তে যোগ দেওয়ার জন্য তাঁর সাংসদপদ খারিজ হওয়া উচিত৷'
advertisement
advertisement
Swapan Dasgupta is BJP candidate for WB polls. 10th Schedule of Constitution says nominated RS member to be disqualified if he joins any political party AFTER expiry of 6 months from oath. He was sworn in April 2016, remains unallied. Must be disqualified NOW for joining BJP. pic.twitter.com/d3CDc9dNCe
— Mahua Moitra (@MahuaMoitra) March 15, 2021
advertisement
এর পরই আরও একটি ট্যুইট করেন মহুয়া৷ সেই ট্যুইটে রাজ্য সভার মনোনীত সদস্যদের তালিকা পোস্ট করেন মহুয়া৷ যার মধ্যে রয়েছে স্বপন দাশগুপ্তের নাম৷
রবিবার মোট ৬৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি৷ যার মধ্যে বড় চমক ছিল চার সাংসদের নাম৷ স্বপন দাশগুপ্ত ছাড়াও বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামাণিক এবং লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি৷ স্বপন দাশগুপ্ত ছাড়া বাকি তিন জনই অবশ্য লোকসভার সদস্য৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2021 10:30 PM IST