Mahua Moitra: 'বাংলার গর্ব বিক্রির জন্য নয়!' দিল্লির মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো নিদান নিয়ে এবার আক্রমণে মহুয়া মৈত্র!

Last Updated:

Mahua Moitra: গত শনিবার দিল্লির শতাধিক পুজো কমিটি ও রামলীলা আয়োজকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

রেখাকে আক্রমণ মহুয়ার
রেখাকে আক্রমণ মহুয়ার
নয়াদিল্লি: দুর্গাপুজোর মণ্ডপে মায়ের পায়ের কাছে রাখতে হবে প্রধানমন্ত্রীর ছবি! দীর্ঘায়ুসুস্বাস্থ্যের জন্য যাতে মা দুর্গার আশীর্বাদ পান নরেন্দ্র মোদি, তাই পুজো কমিটিগুলিকে এমনই নিদান দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তযা নিয়ে তুঙ্গে বিতর্ক। এবার তা নিয়েই তোপ দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
advertisement
advertisement
advertisement
মহুয়া দিল্লির মুখ্যমন্ত্রীর ভিডিও শেয়ার করে লেখেন, একটি পিআর কোম্পানিকে বরাত দিন, প্রধানমন্ত্রীর যত খুশি ছবি আপলোড করুন @gupta_rekhaতবে বিনামূল্যে বিদ্যুপাওয়ার প্রলোভনে, মা দুর্গার মণ্ডপে মোদির উদ্দেশ্যমূলক প্রচার করবেন নাবাংলার গর্ব বিক্রির জন্য নয় মাননীয়া মুখ্যমন্ত্রী
advertisement
প্রসঙ্গত, গত শনিবার দিল্লির শতাধিক পুজো কমিটি ও রামলীলা আয়োজকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। সেখানেই তিনি পুজো আয়োজনে বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। এত দূর পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও তাল কাটে বৈঠকের শেষের দিকে। যখন রেখা বলেন, “১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেদিন থেকে ২ অক্টোবর পর্যন্ত আমরা সেবাপক্ষ চালাব। এই সময় দিল্লিজুড়ে চলবে নানারকম সেবামূলক কাজ। আমি চাই আপনারাও পুজোর দিনগুলোয় কোনও না কোনও সেবামূলক কাজ করুন।”
advertisement
মুখ্যমন্ত্রী যখন এই আবেদন করছেন, তখন বৈঠকে উপস্থিত পুজো উদ্যোক্তারা সাগ্রহে তা গ্রহণ করেন। তার পরই রেখা বলেন, “অবশ্যই প্রত্যেক মণ্ডপে মায়ের মূর্তির পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখুন। যাতে মায়ের আশীর্বাদ পেয়ে তিনি দীর্ঘায়ুসুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন।” যে নিদান দিলেন দিল্লি মুখ্যমন্ত্রী, তা মেনে নিতে পারছেন না প্রবাসী বাঙালি পুজো উদ্যোক্তারাও। এবার সেই ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mahua Moitra: 'বাংলার গর্ব বিক্রির জন্য নয়!' দিল্লির মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো নিদান নিয়ে এবার আক্রমণে মহুয়া মৈত্র!
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement