Mahua Moitra: 'বাংলার গর্ব বিক্রির জন্য নয়!' দিল্লির মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো নিদান নিয়ে এবার আক্রমণে মহুয়া মৈত্র!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mahua Moitra: গত শনিবার দিল্লির শতাধিক পুজো কমিটি ও রামলীলা আয়োজকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
নয়াদিল্লি: দুর্গাপুজোর মণ্ডপে মায়ের পায়ের কাছে রাখতে হবে প্রধানমন্ত্রীর ছবি! দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য যাতে মা দুর্গার আশীর্বাদ পান নরেন্দ্র মোদি, তাই পুজো কমিটিগুলিকে এমনই নিদান দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। এবার তা নিয়েই তোপ দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
advertisement
Hire a PR company, put up as many photos of PM as you like @gupta_rekha. Don’t try buying space for Modi propaganda in Ma Durga’s puja pandals with lure of free electricity. Bengali pride not for sale, Madam CM. pic.twitter.com/H42xuRkw3u
— Mahua Moitra (@MahuaMoitra) September 11, 2025
advertisement
advertisement
মহুয়া দিল্লির মুখ্যমন্ত্রীর ভিডিও শেয়ার করে লেখেন, ‘একটি পিআর কোম্পানিকে বরাত দিন, প্রধানমন্ত্রীর যত খুশি ছবি আপলোড করুন @gupta_rekha। তবে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার প্রলোভনে, মা দুর্গার মণ্ডপে মোদির উদ্দেশ্যমূলক প্রচার করবেন না। বাংলার গর্ব বিক্রির জন্য নয় মাননীয়া মুখ্যমন্ত্রী।”
advertisement
প্রসঙ্গত, গত শনিবার দিল্লির শতাধিক পুজো কমিটি ও রামলীলা আয়োজকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। সেখানেই তিনি পুজো আয়োজনে বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। এত দূর পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও তাল কাটে বৈঠকের শেষের দিকে। যখন রেখা বলেন, “১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেদিন থেকে ২ অক্টোবর পর্যন্ত আমরা সেবাপক্ষ চালাব। এই সময় দিল্লিজুড়ে চলবে নানারকম সেবামূলক কাজ। আমি চাই আপনারাও পুজোর দিনগুলোয় কোনও না কোনও সেবামূলক কাজ করুন।”
advertisement
মুখ্যমন্ত্রী যখন এই আবেদন করছেন, তখন বৈঠকে উপস্থিত পুজো উদ্যোক্তারা সাগ্রহে তা গ্রহণ করেন। তার পরই রেখা বলেন, “অবশ্যই প্রত্যেক মণ্ডপে মায়ের মূর্তির পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখুন। যাতে মায়ের আশীর্বাদ পেয়ে তিনি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন।” যে নিদান দিলেন দিল্লি মুখ্যমন্ত্রী, তা মেনে নিতে পারছেন না প্রবাসী বাঙালি পুজো উদ্যোক্তারাও। এবার সেই ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 10:57 AM IST