Maheshtala Clash: মহেশতলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, রবীন্দ্রনগর থানায় এলাকায় জারি ১৬৩ ধারা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রবীন্দ্রনগর থানা এলাকার মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। পুলিশ মোতায়েন করা হয়েছে, রবীন্দ্রনগর থানায় এলাকায় জারি হয়েছে ১৬৩ ধারাও
সমীর মণ্ডল, কলকাতা: রবীন্দ্রনগর থানা এলাকার মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। পুলিশ মোতায়েন করা হয়েছে, রবীন্দ্রনগর থানায় এলাকায় জারি হয়েছে ১৬৩ ধারাও। ঘটনায় মোট চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযান চলছে। গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে।
বুধবারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্মীদের অভিযোগের ভিত্তিতে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ মনে করছে, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা এগিয়ে এলে এফআইআর-এর সংখ্যা বাড়বে। বৃহস্পতিবার সকাল থেকেই রবীন্দ্রনগর থানা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় প্রায় সব দোকানপাট বন্ধ আজ, বৃহস্পতিবারও। বুধবারের গোষ্ঠী সংঘর্ষের পর আজ রবীন্দ্র নগরে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।
advertisement
আকরা স্টেশন থেকে রবীন্দ্র নগর থেকে বড়তলা পর্যন্ত মোতায়েন পুলিশ। বেশিরভাগ দোকান বন্ধ। থানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। যেসব জায়গাতে ভাঙচুর ও ইট বৃষ্টি হয়েছিল সেইসব জায়গা পরিষ্কার করে দেওয়া হয়েছে এলাকায় পুলিশ টহল ও মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে পুলিশের তরফে এলাকায় জমায়েত করতে নিষেধ করা হচ্ছে। এলাকায় এখনও থমথমে পরিবেশ রয়েছে। ভুয়ো খবর না ছড়ানোর আবেদন জানানো হয়েছে। পুলিশের বার্তা, ‘শান্তি বজায় রাখার দায়িত্ব সকলের। কেউ শান্তিভঙ্গের চেষ্টা করলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’
advertisement
advertisement
Samir Mondal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 1:42 PM IST