Madhyamik Result 2021 Live Updates:মাধ্যমিকে ৯০-১০০% নম্বর পেল ৪২৮৫৫জন, ৬০% উপরে নম্বর পেল প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী

Last Updated:

Madhyamik Result 2021 Live Updates: এবারের মাধ্যমিক-এর (Madhyamik Exam Results 2021) পাশের হার ১০০%

#কলকাতা: মাধ্যমিকে (Madhyamik Examination Result 2021) এবার যেন উলটপুরান। পরীক্ষা না হওয়ার জেরে বেশি নম্বর প্রাপকের সংখ্যা এক লাফে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। যাকে মাধ্যমিকের ইতিহাসের নজিরবিহীন বলে ব্যাখ্যা করা হচ্ছে। পর্ষদ সূত্রের খবর, এবছর মাধ্যমিকে ৬০% উপরেই নম্বর পেয়েছে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী (Madhyamik Exam)। যেখানে ২৫ থেকে ৫৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে প্রায় এক লক্ষ পরীক্ষার্থীর নিচে। পর্ষদ সূত্রের খবর এবছর মাধ্যমিকে ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৪২৮৫৫জন পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ১১৯০৬৬ জন পরীক্ষার্থী।৬০ থেকে ৭৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৮১০৫৫৯ জন পরীক্ষার্থী। পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে এবারের মাধ্যমিকে ৬০ শতাংশের উপরে নম্বর পেল প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী।
অন্যদিকে উল্লেখযোগ্যভাবে কম নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যা কমে গেল অনেকটাই গতবারের তুলনায়। পর্ষদ সূত্রে খবর ৪৫ থেকে ৫৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ৯৪ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী।৩৫ থেকে ৪৪ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৯৭৩৫ জন পরীক্ষার্থী।২৫ থেকে ৩৪ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ৩২৭৭ জন পরীক্ষার্থী। মঙ্গলবার পর্ষদ সভাপতি জানিয়েছেন "এবছরের সর্বোচ্চ নম্বর ৬৯৭।৭৯ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন।"পর্ষদ সভাপতি আরও জানান যে সমস্ত মেধাবী ছাত্র ছাত্রীরা এই ফল প্রকাশের সন্তুষ্ট হবে না, তারা ফের পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে। তবে সে ক্ষেত্রে ওই পরীক্ষার নম্বরকে চূড়ান্ত নম্বর বলে বিবেচনা করা হবে।
advertisement
অন্যদিকে এবারের মাধ্যমিক-এর পাশের হার ১০০%। নবম শ্রেণীর নম্বর এবং দশম শ্রেণীর ইন্টার্নাল ফর্মতিভ এভালুয়েশন এই দুটির অনুপাত এই এবারের মাধ্যমিকের নম্বর দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের। তার জন্যই এত সংখ্যক ছাত্রছাত্রী ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে বলেই দাবি পর্ষদের আধিকারিকদের। অন্যদিকে গতবারের তুলনায় এবার বিষয়ভিত্তিক ৯০ থেকে ১০০শতাংশ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Result 2021 Live Updates:মাধ্যমিকে ৯০-১০০% নম্বর পেল ৪২৮৫৫জন, ৬০% উপরে নম্বর পেল প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement