Madhyamik Exam 2025: মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে এবার বিরাট 'বদল'! স্কুলে স্কুলে গেল নির্দেশিকা
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanchari Kar
Last Updated:
Madhyamik Exam 2025: এমন প্রশ্ন যা রাজ্যের ভাবমূর্তি বা পর্ষদের ভাবমূর্তি নষ্ট করে, সেই ধরনের কোনও রাখা যাবে না। টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে স্কুলে স্কুলে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের।
কলকাতা: স্কুলে-স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। এমন প্রশ্ন যা রাজ্যের ভাবমূর্তি বা পর্ষদের ভাবমূর্তি নষ্ট করে, সেই ধরনের কোনও রাখা যাবে না। টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে স্কুলে-স্কুলে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের।
কোনও স্কুল যদি সিলেবাসের বাইরে বা বিতর্কিত প্রশ্ন করে থাকে, তার দায় বর্তাবে তবে প্রধান শিক্ষক-শিক্ষিকার উপর। প্রতিটি স্কুলকে পৃথক-পৃথক প্রশ্নপত্র তৈরি করতে হবে। এলাকার একাধিক স্কুলগুলি একসঙ্গে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে পারবে না। স্কুলে-স্কুলে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের।
advertisement
পাশাপাশি ২০২৫ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে, তাদের জন্য বড় খবর। মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের ক্ষেত্রে নয়া পদ্ধতি নিয়ে আসা হচ্ছে। যাতে পড়ুয়াদের স্কুলে গিয়ে কোনও রকম সমস্যায় না পড়তে হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2024 9:36 PM IST









