Madhyamik 2026: মাধ্যমিক পরীক্ষায় প্রভাব পড়ার আশঙ্কা, এসআই ও বিএলওদের ছাড় চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Madhyamik 2026: এস আই আর শুনানির প্রক্রিয়ার মধ্যেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা জেলায় জেলায় সাব ইন্সপেক্টর অফ স্কুলদের এসআই-দের এস আই আর এর AERO এর দায়িত্ব দেওয়ায় কীভাবে হবে মাধ্যমিক পরীক্ষা?
কলকাতাঃ এস আই আর শুনানির প্রক্রিয়ার মধ্যেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা জেলায় জেলায় সাব ইন্সপেক্টর অফ স্কুলদের এসআই-দের এস আই আর এর AERO এর দায়িত্ব দেওয়ায় কীভাবে হবে মাধ্যমিক পরীক্ষা? একাধিক স্কুল শিক্ষকদের বিএলও হিসেবে দায়িত্ব থাকায় কীভাবে হবে মাধ্যমিক পরীক্ষা? তা নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দফতর।
আরও পড়ুনঃ ইনস্টাগ্রাম রিল সেভ করতে গিয়ে বিপদে পড়ছেন? জানুন সঠিক পদ্ধতি
মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে আজ উচ্চ পর্যায়ের বৈঠক হয় মুখ্য সচিবের নেতৃত্বে। বৈঠকের পরই নির্বাচন কমিশনকে চিঠি লেখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। এস আই আর এর কাজ থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় এস আই, বি এল ও হিসাবে যে শিক্ষকরা আছেন তাঁদের যাতে ছাড় দেওয়া যায় বা পরীক্ষায় তাঁরা যেন উপস্থিতি থাকে তা নিয়ে চিঠি লেখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দ। নির্বাচন কমিশনকে চিঠি লিখছে স্কুল শিক্ষা দফতর।
advertisement
advertisement
আগামী ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে প্রায় ১০ লক্ষ ছাত্রছাত্রী দেবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময় স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা এস আই (SI)-দের সেন্টার ইন চার্জ, ভেন্যু ইন চার্জের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় তাঁরা এসআইআরের শুনানির কাজে ব্যস্ত থাকলে পরীক্ষায় ব্যাহত হতে পারে। তাই পরীক্ষা চলাকালীন সময় তাঁদের ছাড় দেওয়ার জন্য চিঠি লিখছে স্কুল শিক্ষা দফতর। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এর সঙ্গে বৈঠকের পর চিঠি লেখার সিদ্ধান্ত বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 2:01 PM IST











