Madhyamik Examination 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে সব লোকাল ট্রেন 

Last Updated:

Madhyamik Examination 2023: শিয়ালদহ ডিভিশনের কিছু শাখায় বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা৷ হাওড়া ডিভিশনেও পরীক্ষার্থী ও তাদের মা -বাবার সুবিধার্থে চলবে সব লোকাল ট্রেন৷

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলবে সব লোকাল ট্রেন
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলবে সব লোকাল ট্রেন
কলকাতা:   শুক্রবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। প্রথম বড় পরীক্ষায় ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রয়েছে রেলের৷ তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় সমস্ত ট্রেন চালানো হবে৷ একই সঙ্গে আগামী কয়েকদিন চলবে না গ্যালপিং ট্রেন। বিশেষ করে পরীক্ষা চলাকালীন সময়ে সব স্টেশনে যাতে ট্রেন দাঁড়ায় সেই ব্যবস্থা করা হবে।
ইতিমধ্যেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে যা জানানো হয়েছে, তা হল, শিয়ালদহ-রানাঘাট সেকশন এবং বারাসত-বনগাঁ সেকশনের ১৩টি ট্রেন নির্ধারিত স্টেশনের বাইরেও বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াবে। ৩১৮২১ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল যাত্রাপথে পলতা, জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে যথাক্রমে ১০টা ৬, ১০টা ১৭ এবং ১০টা ২০ মিনিটে দাঁড়াবে। ০৩১১৫ শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার পলতা, জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে যথাক্রমে ১০টা ৫৯, ১১টা ৮ এবং ১১টা ১১ মিনিটে দাঁড়াবে। ৩১৫১৯ শিয়ালদহ-শান্তিপুর লোকাল জগদ্দল স্টেশনে ১১টা ১৯ মিনিটে দাঁড়াবে। ৩৩৮৩৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল বিভূতিভূষণ হল্ট স্টেশনে দুপুর ৩টে ৩৩ মিনিটে দাঁড়াবে।
advertisement
advertisement
০৩১৯৩ কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার পায়রাডাঙা স্টেশনে দুপুর ৩টে ২৭ মিনিটে দাঁড়াবে। ৩১৩২০ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে ১০টা ৩৯, ১০টা ৪২ এবং ১০টা ৫১ মিনিট থামবে।এ ছাড়াও ৩১৮২২ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল সকাল ১১টা ১০ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে। ০৩১৮৪ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার সকাল ১১টা ৮ মিনিটে পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে। ০৩১৯৬ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে ৩টে ৯, ৩টে ১২ এবং ৩টে ২০ মিনিটে দাঁড়াবে।
advertisement
মাধ্যমিক পরীক্ষা শুরু এবং শেষ হওয়ার আগে পরে পরীক্ষার্থী এবং অভিভাবকদের সুবিধার্থেই এই পদক্ষেপ করেছে রেল। একই ভাবে হাওড়া ডিভিশনেও সব ট্রেন চলাচল করবে৷ ট্রেন যাতে যথাযথ সময়ে চলাচল করে সেই বিষয়ে নজর রাখা হবে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন বন্ধ রাখা হচ্ছে যে কোনও ব্লকের কাজ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Examination 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে সব লোকাল ট্রেন 
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement