Maa Flyover Accident: ফের ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে, বেপরোয়া গতির গাড়ি ধাক্কা মারে বাইকে, তার পর ডিভাইডারে ধাক্কা, গুরুতর জখম ৩

Last Updated:

ফের ভয়াবহ দুর্ঘটনা মা ফ্লাইওভারে, মঙ্গলবার সকালে সায়েন্স সিটি গামী রুটে দুর্ঘটনায় জখম ৩ জন। জানা যায়, একটি বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে ধাক্কা মারে, তার পর গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে।

মা ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা
মা ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা
কলকাতা: ফের ভয়াবহ দুর্ঘটনা মা ফ্লাইওভারে, মঙ্গলবার সকালে সায়েন্স সিটি গামী রুটে দুর্ঘটনায় জখম ৩ জন। জানা যায়, একটি বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে ধাক্কা মারে, তার পর গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে।
মঙ্গলবার সকাল ৮.১০ নাগাদ পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি গামী রুটে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক-সহ গাড়িতের সওয়ার আরও একজন এবং বাইক আরোহী, মোট তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার জেরে অফিস টাইমে তীব্র যানজট মা ফ্লাইওভারে। ভোগান্তির শিকার যাত্রীরা। মা উড়ালপুলে গাড়ি চলাচলের গতির ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা রয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘাতক গাড়িটি তীব্র গতিতে আসছিল। দুর্ঘটনার অভিঘাতে গাড়ির অনেকটা অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনুমান,গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, সেই কারণেই দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
মা উড়ালপুলে দুর্ঘটনা লেগেই থাকে। প্রতি বছরই একাধিক দুর্ঘটনার সাক্ষী থাকে শহরের এই গুরুত্বপূর্ণ ফ্লাই ওভার। চলতি বছর এপ্রিল মাসে এই পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি রুটেই মৃত্যু হয় বাইক-আরোহী এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান যুবক। তাঁর মাথায় হেলমেট ছিল না। বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে বাইকটি। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গত ডিসেম্বর মাসে মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই যুবকের। মার্চ মাসে ওই উড়ালপুলেই অ্যাপ বাইক দুর্ঘটনায় আহত হন দু’জন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Maa Flyover Accident: ফের ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে, বেপরোয়া গতির গাড়ি ধাক্কা মারে বাইকে, তার পর ডিভাইডারে ধাক্কা, গুরুতর জখম ৩
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement