Ma Flyover Accident: ঘুড়ির সুতোর জন্য ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, আহত দম্পতি

Last Updated:

ফের মা ফ্লাইওভারে (Ma Flyover) ঘুড়ির সুতোয় বাইক দুর্ঘটনা | বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় আহত হন এক দম্পতি ৷

# কলকাতা  : ফের মা ফ্লাইওভারে (Ma Flyover) ঘুড়ির সুতোয় বাইক দুর্ঘটনা  | বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় আহত হন এক দম্পতি ৷ এদিন মা উড়ালপুল দিয়ে বাইকে হাসপাতাল যাচ্ছিলেন দমদমের বাসিন্দা রাজেশ্বর বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী দুলু বন্দ্যোপধ্যায় ৷
অভিযোগ, উড়ালপুলের উপর ঘুড়ির সুতো পড়েছিল ৷ সেই সুতোয় বাইকে জড়িয়ে গিয়েছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার অভিঘাতে নিয়্ন্ত্র হারিয়ে বাইক-সহ পড়ে যান চালক ও আরোহী ৷ রাজেশ্বরের  পায়ে চোট লাগে |  তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন |  তাঁর স্ত্রী দুলু সামান্য আহত হন | কিন্তু আতঙ্কিত  হয়ে ঘটনাস্থলে কেঁদে ফেলেন |
advertisement
ঘটনাস্থলে পৌঁছন  ট্রাফিক  সার্জেন্ট  |  এরপর ওই দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ |  সিএনএমসিতে নিয়ে যাওয়া  হয় রাজেশ্বরকে | রাজেশ্বর  জানান, " আমি হেলমেট  পরে বাইক চালাচ্ছিলাম |  পিছনে স্ত্রী বসে ছিলেন | আচমকা  ঘুড়ির সুতো বেঁধে  যায় বাইকে  | নিয়ন্ত্রণ হারিয়ে আমি ও আমার স্ত্রী দু’জনেই পড়ে যাই | "
advertisement
advertisement
পুলিশ  সূত্রে খবর, রাজেশ্বর খিদিরপুর ডকের কর্মী ৷ বন্দ্যোপাধ্যায় দম্পতি সায়েন্স সিটি থেকে এসএসকেএম হাসপাতালের দিকে যাচ্ছিলেন ৷ রাজেশ্বরের স্ত্রী  দুলু জানান, " হাসপাতালে  যাচ্ছিলাম আমরা | আচমকাই ঘুড়ির সুতোতে  বাইক দুর্ঘটনা  ঘটে | আর একটু হলে প্রাণ চলে যেতে পারত | "
বার বার ঘুড়ির  সুতোর জেরে বাইক  দুর্ঘটনা  ঘটছে মা উড়ালপুলে | এত নিয়মের পরও কেন রোখা যাচ্ছে না দুর্ঘটনা ?  কলকাতা ট্রাফিক পুলিশ, কেএমডিএ  এবং স্থানীয় থানার  পক্ষ থেকে  একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে | কলকাতা   ট্রাফিক পুলিশের তরফে কেএমডিএ-কে জানানো হয়েছে গোটা মা উড়ালপুলকে   স্ট্যান্ডিং  পোল ও তার দিয়ে ফেন্সিং এর মতো আবৃত করে ফেলার জন্য |
advertisement
মা ফ্লাইওভারে  নির্দিষ্ট  অংশে  সেই পাইলট প্রজেক্টের কাজ শুরুও হয়েছে |  কিন্তু উড়ালপুলের বাকি অংশকেও এভাবে আবৃত করে ফেলার জন্য কেএমডিএ- কে লালবাজার ট্রাফিক  এর তরফে চিঠি দেওয়া হয়েছে মার্চেই  | যত তাড়াতাড়ি তাঁরা এ কাজ করবে, সুতোর জেরে দুর্ঘটনা  কমবে  বলে দাবি পুলিশের একাংশের  |
লালবাজার সূত্রে খবর, নজরদারির জন্য টিম রাখা হয়েছে |  বেশ কিছু জায়গায় নজরে এলে চিনা মাঞ্জা ও ঘুড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পুলিশের তরফে  মাইকিং করা হয়  এলাকায় |  পাশাপাশি, চিনা  মাঞ্জা রোখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে |  কিন্তু চিনা মাঞ্জা ছাড়াও অন্যান্য সুতোর জেরেও এই উড়ালপুলে  দুর্ঘটনা  ঘটেই চলেছে |
advertisement
এর আগে একাধিকবার  ঘুড়ির সুতোয় মা উড়ালপুলে দুর্ঘটনার পরও  যে এই শহর শিক্ষা নেয়নি, বৃহস্পতিবারের এই দুর্ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল |
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ma Flyover Accident: ঘুড়ির সুতোর জন্য ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, আহত দম্পতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement