# কলকাতা : ফের মা ফ্লাইওভারে (Ma Flyover) ঘুড়ির সুতোয় বাইক দুর্ঘটনা | বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় আহত হন এক দম্পতি ৷ এদিন মা উড়ালপুল দিয়ে বাইকে হাসপাতাল যাচ্ছিলেন দমদমের বাসিন্দা রাজেশ্বর বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী দুলু বন্দ্যোপধ্যায় ৷
অভিযোগ, উড়ালপুলের উপর ঘুড়ির সুতো পড়েছিল ৷ সেই সুতোয় বাইকে জড়িয়ে গিয়েছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার অভিঘাতে নিয়্ন্ত্র হারিয়ে বাইক-সহ পড়ে যান চালক ও আরোহী ৷ রাজেশ্বরের পায়ে চোট লাগে | তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন | তাঁর স্ত্রী দুলু সামান্য আহত হন | কিন্তু আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে কেঁদে ফেলেন |
ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিক সার্জেন্ট | এরপর ওই দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ | সিএনএমসিতে নিয়ে যাওয়া হয় রাজেশ্বরকে | রাজেশ্বর জানান, " আমি হেলমেট পরে বাইক চালাচ্ছিলাম | পিছনে স্ত্রী বসে ছিলেন | আচমকা ঘুড়ির সুতো বেঁধে যায় বাইকে | নিয়ন্ত্রণ হারিয়ে আমি ও আমার স্ত্রী দু’জনেই পড়ে যাই | "
পুলিশ সূত্রে খবর, রাজেশ্বর খিদিরপুর ডকের কর্মী ৷ বন্দ্যোপাধ্যায় দম্পতি সায়েন্স সিটি থেকে এসএসকেএম হাসপাতালের দিকে যাচ্ছিলেন ৷ রাজেশ্বরের স্ত্রী দুলু জানান, " হাসপাতালে যাচ্ছিলাম আমরা | আচমকাই ঘুড়ির সুতোতে বাইক দুর্ঘটনা ঘটে | আর একটু হলে প্রাণ চলে যেতে পারত | "
বার বার ঘুড়ির সুতোর জেরে বাইক দুর্ঘটনা ঘটছে মা উড়ালপুলে | এত নিয়মের পরও কেন রোখা যাচ্ছে না দুর্ঘটনা ? কলকাতা ট্রাফিক পুলিশ, কেএমডিএ এবং স্থানীয় থানার পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে | কলকাতা ট্রাফিক পুলিশের তরফে কেএমডিএ-কে জানানো হয়েছে গোটা মা উড়ালপুলকে স্ট্যান্ডিং পোল ও তার দিয়ে ফেন্সিং এর মতো আবৃত করে ফেলার জন্য |
মা ফ্লাইওভারে নির্দিষ্ট অংশে সেই পাইলট প্রজেক্টের কাজ শুরুও হয়েছে | কিন্তু উড়ালপুলের বাকি অংশকেও এভাবে আবৃত করে ফেলার জন্য কেএমডিএ- কে লালবাজার ট্রাফিক এর তরফে চিঠি দেওয়া হয়েছে মার্চেই | যত তাড়াতাড়ি তাঁরা এ কাজ করবে, সুতোর জেরে দুর্ঘটনা কমবে বলে দাবি পুলিশের একাংশের |
লালবাজার সূত্রে খবর, নজরদারির জন্য টিম রাখা হয়েছে | বেশ কিছু জায়গায় নজরে এলে চিনা মাঞ্জা ও ঘুড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পুলিশের তরফে মাইকিং করা হয় এলাকায় | পাশাপাশি, চিনা মাঞ্জা রোখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে | কিন্তু চিনা মাঞ্জা ছাড়াও অন্যান্য সুতোর জেরেও এই উড়ালপুলে দুর্ঘটনা ঘটেই চলেছে |
এর আগে একাধিকবার ঘুড়ির সুতোয় মা উড়ালপুলে দুর্ঘটনার পরও যে এই শহর শিক্ষা নেয়নি, বৃহস্পতিবারের এই দুর্ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Ma Flyover