Mamata Banerjee Goa Visit: বিরাট চমক! মমতার গোয়া সফরেই তৃণমূলে আসছেন দেশ বিখ্যাত 'এই' ব্যক্তিত্বরা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee Goa Visit: ইতিমধ্যেই দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন গোয়ায় গায়ক লাকি আলি এবং অভিনেত্রী, সমাজকর্মী নাফিসা আলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের তৃণমূলে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা বলে কানাঘুষো শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময়ই সেই যোগদান হয়ে যেতে পারে।
#কলকাতা: তৃতীয় বারের জন্য বাংলা দখলের পর এবার গোয়া, ত্রিপুরা, অসমের দিকে নজর দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই গোয়াতে কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই রীতিমতো চমক দিয়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, দীর্ঘ দিনের বিধায়ক লুইজিনহো ফালেরিও যোগ দিয়েছে তৃণমূলে। তাঁকে এদিন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদে বসিয়েছে এ রাজ্যের শাসক দল। এহেন পরিস্থিতিতে এবার গোয়াতেও তারকাদের পাশে পেতে চাইছে তৃণমূল। ইতিমধ্যেই দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন গোয়ায় গায়ক লাকি আলি এবং অভিনেত্রী, সমাজকর্মী নাফিসা আলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের তৃণমূলে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় এদিন বলেন, 'নাফিসা আলি, লাকি আলি ও রেমো ফার্নেন্ডেজ যোগাযোগ করেছেন তৃণমূলের সঙ্গে। আরও অনেকে আসবেন। আমরা চাইব ছোট আঞ্চলিক দল না থেকে তারা আমাদের কাছে চলে আসুক। গোয়াতে মমতা বন্দোপাধ্যায় যাচ্ছেন। সেখানে আলোচনা হবে।' আর ২৮ অক্টোবর গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের সময়ই অনেক চমক থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই বিজেপি, কংগ্রেসের চিন্তা আরও বাড়িয়ে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে আগ্রাহী গোয়া ফরওয়ার্ড পার্টি (Goa Forward Party)৷ ইতিমধ্যেই গোয়া ফরওয়ার্ড পার্টির নেতাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে৷
advertisement
advertisement
দলের প্রচারে গোয়ায় অনেকদিন ধরেই রয়েছেন ডেরেক। তিনি লাকি এবং নাফিসার সঙ্গে সাক্ষাৎ করার পরই তাঁদের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। নাফিসাও নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ইদানীং বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ও বিজেপির সমালোচনা করে চলেছেন। কলকাতায় জন্ম হওয়া নাফিসার দক্ষিণ কলকাতা থেকে ভোটে লড়ার অভিজ্ঞতাও রয়েছে। ২০০৪ সালের লোকসভা ভোটে তিনি কংগ্রেস পার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এই আসনে। বিপক্ষে ছিলেন স্বয়ং মমতা। সেই নাফিসাই এখন ‘বাঘিনী’ বলে সম্বোধন করেছেন মমতাকে। ফলে জল্পনা আরও দানা বাঁধছে। গোয়ার আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷ শেষ পর্যন্ত গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট হলে গোয়ার নির্বাচনে (Goa Assembly Polls) তৃণমূলও যে বিজেপি, কংগ্রেসের আরও বড় মাথাব্যথার কারণ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না৷
advertisement
২০১৭ সালের গোয়ার বিধানসভা ভোটে কংগ্রেস জিতেছিল ১৭টি আসনে। বিজেপি জিতেছিল মাত্র ১৩টি আসনে। যদিও রাজনৈতিক পালাবদলের পরে, বিজেপি গোয়ায় সরকার গঠন করে। আর বাংলা দখলের পর এবার গোটা দেশ জুড়ে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই সূত্রে গোয়াকে টার্গেট করেছে তাঁরা। আর সেই বিষয়টি আরও বেগ পেতে পারে মমতার সফরের সময়ই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 22, 2021 2:52 PM IST