Lok sabha Elections 2024: পঞ্চায়েতের মতো লোকসভাতেও নজরদারি রাজ্যপালের! ভোটের আগেই চলে যাচ্ছেন কোচবিহার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এদিকে, পঞ্চায়েত নির্বাচনের মতোই লোকসভা ভোটেও নজরদারি চালাতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যে লোকসভার প্রথম দফার ভোটে কোচবিহারে যাচ্ছেনতিনি। আগামিকালই কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর।
কলকাতা: ১৯ এপ্রিল, আগামী শুক্রবারই লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ভোটগ্রহণ হতে চলেছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ইতিমধ্যেই পর পর উত্তরবঙ্গে সভা সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ উত্তরবঙ্গে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
এদিকে, পঞ্চায়েত নির্বাচনের মতোই লোকসভা ভোটেও নজরদারি চালাতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যে লোকসভার প্রথম দফার ভোটে কোচবিহারে যাচ্ছেনতিনি। আগামিকালই কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর।
আরও পড়ুন: রাজস্থানকেও টেক্কা দিচ্ছে কলকাতা! কাঠফাটা রোদ…হাঁসফাঁস গরম! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ…কালবৈশাখী কি আসবে?
ভোটের দিন কোচবিহার থেকে ভোট নিয়ে নজরদারি করবেন রাজ্যপাল। পঞ্চায়েত ভোটে কোচবিহার থেকে অশান্তির অভিযোগ উঠেছিল। তারপরেই কোচবিহার ছুটে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
advertisement
advertisement
আরও পড়ুন: উচ্ছের সঙ্গে দই খেলে কী হয় জানেন? জানলে কোনওদিন ভুলেও করবেন না এই কাজ
সম্প্রতি লোকসভা ভোট ঘোষণার পরেও উত্তপ্ত হয়েছিল কোচবিহার। তার জেরে কোচবিহার গিয়েছিলেন রাজ্যপাল। এবার লোকসভা ভোটের প্রথম দফায় কোচবিহার থেকেই নজরদারি করবেন রাজ্যপাল। ভোটের দিন ঘুরে দেখবেন এলাকা এলাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 17, 2024 11:39 AM IST