LIVE: তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে জেতার পথে এই ৪ জন

Last Updated:
#কলকাতা: রাজ্যে মোট ১৯টি আসন জয়ের পথে বিজেপি৷ রাজ্যে বিজেপির এই বিপুল প্রভাব বিস্তার আঁচ করেছিলেন অনেকেই৷ ফলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনেক নেতাই৷ বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ব্ল্যাক লিস্টেট যুবনেতা নীশিথ প্রামাণিকও৷ হিসেব যে মিলে গিয়েছে তা বলাই বাহুল্য৷ তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই জয়ের মুখে দেখতে চলেছেন তারা৷ দেখে নিন কারা রয়েছেন এর মধ্যে-
বিষ্ণপুর থেকে জিতছেন সৌমিত্র খাঁ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরাকে হারিয়ে নিজের জেতা কেন্দ্র থেকেই জিতলেন সৌমিত্র৷ ২০০৬ সাল থেকে টানা ১৩ বছর তৃণমূলের সঙ্গে ছিলেন সৌমিত্র খাঁ৷ ২০১১ সালে বিধানসভা নির্বাচনে কোতুলপুর থেকে জেতেন তিনি৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বিষ্ণুপুর থেকেই৷ এবার সেই কেন্দ্র থেকেই জিতলেন বিজেপির টিকিটে৷
advertisement
ব্যারাকপুর কেন্দ্র থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর থেকে এগিয়ে রয়েছেন তিনি৷ ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জেতেন তিনি৷ সেই সময় থেকেই ভাটপাড়া বিধানসভার বিধায়ক ছিলেন তিনি৷ ২০০৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে ব্যারাকপুর লোকসভা থেকে লড়লেও সেবার হেরে গিয়েছিলেন তিনি৷ এবার সেই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জিততে চলেছেন অর্জুন৷
advertisement
advertisement
কোচবিহার থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী নীশিথ প্রামাণিক৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী নীশিখ প্রামাণিকের থেকে এগিয়ে রয়েছেন তিনি৷ ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হন দলের অন্যতম যুবনেতা নীশিথ প্রামাণিক৷
মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী৷ কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বর্ষীয়ান নেতা আবু হাসেম খান চৌধুরীকে হারিয়ে জিততে চলেছেন তিনি৷ ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েছিলেন দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
LIVE: তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে জেতার পথে এই ৪ জন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement