Lok Sabha Election Result 2019 LIVE: ভোট শতাংশ কমল না তৃণমূলের, বামেদের সব ভোট কি তবে বিজেপির ঝুলিতে?

Last Updated:
#কলকাতা: এর আগে রাজ্যে সর্বোচ্চ লোকসভা আসন ছিল দুই। এবার একলাফে ১৯। রাজ্যের লোকসভা ভোটে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি। তাক লাগানো উত্থান ভোট শতাংশেও। ধর্মীয় মেরুকরণের কৌশল আর সঙ্গে রাজ্যে সরকার বিরোধী হাওয়া। এই দুয়ের যোগফলে অপ্রত্যাশিত সাফল্য গেরুয়া শিবিরের।
পরিসংখ্যান বলছে, বাংলায় এখনও পর্যন্ত তৃণমূলের ভোট শতাংশ ৪৩.৫ শতাংশ, বিজেপির ভোট শেয়ার ৪০ শতাংশ ৷ বিজেপির ভোট বাড়লেও একই রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের ভোট শেয়ার ৷ অন্যদিকে, বামেদের ভোট ব্যাঙ্ক কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে ৷ ভোট বাক্সে কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে মোটে পাঁচ শতাংশ ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বামেদের ভোট ব্যাঙ্ক কেটেই ঘর ভরেছে বিজেপির ৷
advertisement
বেশ কিছু বছর ক্ষমতার বাইরে । তাই নতুন করে এখন ভোটব্যাঙ্কে ভাঙনের ভয় বামেদের ছিল না। বাস্তবে কিন্তু সেটাই ঘটেছে। স্রোতের মতো বাম ভোট পড়েছে বিজেপিতে। তৃণমূলের বিরোধিতায় গেরুয়াতেই আস্থা রেখেছেন এমনকী কমিটেড বাম ভোটাররাও।
advertisement
দীর্ঘ ৩৪ বছর বাম শাসনে ঢাকা পড়ে ছিল হিন্দুত্বের রাজনীতি। রাজ্যে বাম সরকারের পতনের পর সেই বাম ভোটাররাই বিজেপির শক্তি বাড়ানোয় প্রধান ভূমিকা পালন করলেন। গেরুয়া শিবিরের প্রধানতম অস্ত্র ছিল ধর্মীয় মেরুকরণের কৌশল। সঙ্গে যোগ হয়েছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নানা অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে ভোট না দিতে পারার ক্ষোভ। এর মধ্যে অবশ্য ব্যতিক্রম অনুব্রত মণ্ডলের বীরভূম জেলা। গড় ধরে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তরফে দায়িত্ব নিয়ে কংগ্রেসের গড় মুর্শিদাবাদে জোড়াফুল ফোটালেন শুভেন্দু অধিকারী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Election Result 2019 LIVE: ভোট শতাংশ কমল না তৃণমূলের, বামেদের সব ভোট কি তবে বিজেপির ঝুলিতে?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement