Lok Sabha Election 2024: অভিষেক গড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী? আগাম 'ইঙ্গিত' শুভেন্দুর! রাজ্য় রাজনীতিতে তোলপাড়
- Written by:UJJAL ROY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Lok Sabha Election 2024: রাজ্য রাজনীতিতে নয়া মোড়। আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন নওশাদ সিদ্দিকী? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে কি এবার রাজনীতিতে নয়া কৌশল?
কলকাতা: রাজ্য রাজনীতিতে নয়া মোড়। আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন নওশাদ সিদ্দিকী? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে কি এবার রাজনীতিতে নয়া কৌশল? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যেও মিলেছিল ইঙ্গিত। সম্প্রতি তিনি কাউকে দাঁড় করিয়ে হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে শুধু শুভেন্দুই নয়, কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্যেও কৌশলের ইঙ্গিত মিলেছে।
আগামী বছর লোকসভা নির্বাচন। দীপাবলি, বড়দিনের উৎসবের রেশ কাটতে না কাটতেই তাই রাজ্যের ৪২ আসনে হতে চলা মহারণের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শাসক হোক কিংবা বিরোধী, যে যে লোকসভা আসনগুলোতে থাকছে বাড়তি নজর, তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে দুবারের সাংসদ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও সম্ভবত তিনিই প্রার্থী হবেন।
advertisement
advertisement
রবিবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সাফ জানিয়ে দেন, দল অনুমোদন দিলে তিনি ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে লড়বেন। বর্তমান সাংসদকে প্রাক্তন করার চ্যালঞ্জ ছুঁড়ে দেন নওশাদ। এর আগে, শনিবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল, ”ডায়মন্ড হারবারে অন্য লোককে দাঁড় করিয়ে হারাব। বিজেপিকে জেতাব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 06, 2023 4:01 PM IST









