Lok Sabha Election 2024: জেলার পর এবার কলকাতা! লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই শহরে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

Last Updated:

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কলকাতায়

জেলার পর এবার কলকাতা! লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই শহরে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর
জেলার পর এবার কলকাতা! লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই শহরে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর
কলকাতা: শহরে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রবিবার অচেনা ছবি ফুটে উঠলো শহর কলকাতায়। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে গোটা রাজ্য জুড়ে এবং তার মধ্যে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে চলে এসেছে শহর কলকাতায়।
আজ রবিবার সকাল থেকে কসবা, পূর্ব যাদবপুর থানা এলাকা, পঞ্চসায়র থানা এলাকা, সার্ভে পার্ক থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সম্পন্ন হল। সকাল থেকে সার্ভে পার্ক থানার অন্তর্গত কালিকাপুর এলাকায় বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল দেখা গেল। ৯ জনের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি টিম গোটা সার্ভে পার্ক এলাকা ঘুরে দেখলেন।
advertisement
advertisement
ভোটের আগে বাংলায় পা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ১ কোম্পানি আধা সেনা। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় এসে গিয়েছেন জওয়ানরা। শনিবার বঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের শিলিগুড়িতে পৌঁছন জওয়ানরা। তেমনই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন তাঁরা। আর এবার রবিবার বাহিনী পৌঁছল কলকাতায়।
advertisement
সকালে কসবার একটি কমিউনিটি হলে দেখা মিলল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। এরপর প্রতিটি থানায় নির্দিষ্টভাবে এসে তাঁদের নিয়ে যান এক একটি থানার পুলিশ আধিকারিকেরা। প্রতিটি এলাকায় গিয়ে তাঁরা রুট মার্চ করেন।
পুলিশ সূত্রে খবর, আজ থেকেই রুটমার্চ করার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর। স্বাভাবিকভাবে শনিবার জেলাতেও যে ছবি দেখা গিয়েছিল, আজ থেকে তা কলকাতাতেও দেখা গেল। ভোটের আগে সাধারণ ভোটারদের মনোবল বাড়ানো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোথাও কোনও ভাবে অবনতি না হয় তাঁর কাজ করবেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Election 2024: জেলার পর এবার কলকাতা! লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই শহরে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement