#কলকাতা:ভারতীয় সেনাকে ‘মোদি সেনা’ বলে বিতর্কে যোগী আদিত্যনাথ। ট্যুইটে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভারতীয় সেনাকে অপমান করা হয়েছে। মন্তব্য প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন মমতা। যোগীর মন্তব্যের প্রতিবাদে তাঁর ট্যুইট, ‘‘ ভারতীয় সেনাকে কটাক্ষ করেছেন যোগী ৷ ভারতীয় সেনার কাছে এটা অপমানজনক ৷ ভারতীয় সেনা আমাদের গর্ব ৷ সেনারা আমাদের দেশের সম্পদ ৷ ভারতীয় সেনা বিজেপির ক্যাসেট নয় ৷ দেশবাসীর উচিৎ এই মন্তব্যকে প্রত্যাখ্যান করা ৷ ’’
It is shocking to hear the UP CM saying that the Indian Army is the ‘Modi Sena’. Such blatant personalisation and usurping of our beloved Indian Army is an insult and a humiliation 1/2
We are proud of our Army. They belong to all. They are a great asset of our nation, and not a cassette of the BJP. People of this country must stand up and reject this statement. 2/2
— Mamata Banerjee (@MamataOfficial) April 1, 2019