Loco Pilot: সহকারী লোকো পাইলট পদে এত ভ্যাকেন্সি! কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার পরই সামনে এল বিস্ফোরক তথ্য

Last Updated:

Loco Pilot: সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে, ৩৯৭৩। সোমবারের দুর্ঘটনা ঘটে উত্তর পূর্ব সীমান্ত রেলে, সেখানে শূন্যপদ ৪২৮।

লোকো পাইলটের এত শূন্যপদ!
লোকো পাইলটের এত শূন্যপদ!
কলকাতা: উত্তরবঙ্গে দুর্ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে রেলের শূন্যপদের প্রসঙ্গ। এরই মধ্যে রেলের বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিভিন্ন জোনের চাহিদা মেনে শুধুমাত্র সহকারী লোকো পাইলট পদে শূন্য পদের সংখ্যা আরও তিনগুণ বাড়ল। এর আগে অবহিত শূন্যপদ ছিল ৫৬৯৬। সেটাই এবার বেড়ে হল ১৮৭৯৯।
এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে, ৩৯৭৩। সোমবারের দুর্ঘটনা ঘটে উত্তর পূর্ব সীমান্ত রেলে, সেখানে শূন্যপদ ৪২৮। রাজ্যের অন্য দুটি জোনের মধ্যে পূর্ব রেলে ১৩৮২ এবং দক্ষিণ পূর্ব রেলে ১০০১ টি শূন্য পদ রয়েছে। সহকারী চালকের মতো গুরুত্বপূর্ণ পদের এতগুলো ফাঁকা থাকলে পরিষেবা এবং নিরাপত্তা দুইই বিঘ্নিত হওয়ার আশঙ্কা। বর্ধিত শূন্যপদ ১৮৭৯৯, শূন্যপদ অবহিত করা হয়েছে ৫৬৯৬।
advertisement
advertisement
অন্যদিকে, প্রাথমিক তদন্তে সামনে এসেছে মালগাড়ির চালক তার পেপার লাইন ক্লিয়ারেন্স দেখে নিয়ে ট্রেন চালিয়েছে। কপিবুক গতিতে ট্রেন ছুটেছে। সেক্ষেত্রে লেভেল ক্রসিং যা ৬৫৪ আর ৬৫২ নম্বরের মাঝে আছে, সেখানের পরিস্থিতি কী ছিল তা দেখে নিতে চাইছেন সিসিআরএস। আর কাঞ্চনজঙ্ঘার সামনে যে লেভেল ক্রসিং আছে অর্থাৎ ৬৫০ থেকে ৬৪৮ এর মাঝে যে লেভেল ক্রসিং আছে সেখানে ওই সময়ে কী চলছিল তাও দেখতে চায় সিসিআরএস।
advertisement
এদিকে, মানসিকভাবে বিপর্যস্ত, এখনও জিজ্ঞাসাবাদ শুরু করতে পারা গেল না দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারী চালককে। CCRS নিজে কথা বলতে চান তার সঙ্গে। দুই চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। এই ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী সহকারী চালক মোনা কুমার। তার বয়ানের ওপর নির্ভর করবে এই তদন্তের একটা বড় বিষয়। শিলিগুড়ির এক নার্সিংহোমে তিনি ভর্তি আছেন। মানসিকভাবে এতটাই বিপর্যস্ত তিনি, যে সাধারণ কথাও বলছেন না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Loco Pilot: সহকারী লোকো পাইলট পদে এত ভ্যাকেন্সি! কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার পরই সামনে এল বিস্ফোরক তথ্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement