Local Train: দীর্ঘ সময় ধরে বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল! বালিগঞ্জ থেকে চলছে ট্রেন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Local Train: দীর্ঘ সময় ধরে বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। সন্ধে পর্যন্ত অনেক চেষ্টা করেও ট্রেন চলাচল করানো যায়নি। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল এখনও বিপর্যস্ত।
কলকাতা: দীর্ঘ সময় ধরে বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। সন্ধে পর্যন্ত অনেক চেষ্টা করেও ট্রেন চলাচল করানো যায়নি। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল এখনও বিপর্যস্ত।
রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে বালিগঞ্জ এখনও ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না, বালিগঞ্জ থেকে ট্রেন চলছে দক্ষিণ শাখার। কলকাতায় অতি বৃষ্টির জেরে দীর্ঘ সময় ধরে জল জমা শিয়ালদহে। তার জেরে ট্রেন পরিষেবা বিপর্যস্ত ছিল।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে বিতর্কে পাক পেসার, এবার লজ্জা ভুলে হ্যারিস রাউফের বউ যা ছবি দিলেন… ভাইরাল
advertisement
advertisement
হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ সাউথ ইয়ার্ড ছিল জলমগ্ন। পাম্প করে সেই জল বের করার চেষ্টা চলে। মঙ্গলবার সকালে শিয়ালদহ থেকে বেশ কিছু দূর পাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়। তার মধ্যে ছিল আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস। বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবাও বিঘ্নিত হয়। শিয়ালদহগামী বেশ কিছু ট্রেন ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করে। ট্রেনগুলি দমদম স্টেশন পৌঁছনোর আগেই আটকে যায় বেশ কিছু ট্রেন।
advertisement
তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা ছিল অনিয়মিত। সব লাইনেই ট্রেন দেরিতে চলে। সেই কারণে ট্রেনগুলিতে যাত্রীদের ভিড়ও বৃদ্ধি পেয়েছে। একাধিক লোকাল ট্রেন বাতিল হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 8:48 PM IST