Lockdown| স্থানীয় ডাক্তাররা অ্যাপয়েনমেন্টের ভিত্তিতে রোগী দেখুন: মমতা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
#কলকাতা: করোনা সংক্রমণের জেরে হাসপাতালগুলিতে অন্য রোগের রোগীদের জন্য বেড মাত্রাতিরিক্ত ভাবে কমে গিয়েছে৷ লকডাউনের জেরে ডাক্তার মিলছে না বহু চেম্বারে৷ এ হেন অবস্থায় স্থানীয় ডাক্তারদের অ্যাপয়েনমেন্টের ভিত্তিতে রোগী দেখুন৷
শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'সব জ্বর করোনা নয়৷ ফিভার ক্লিনিক আলাদা৷ ভাইরাসের ধর্ম নেই, বর্ণ নেই, সম্প্রদায় নেই৷ রোগ রোগই৷ স্থানীয় ডাক্তাররা অ্যাপয়েনমেন্টের ভিত্তিতে রোগী দেখুন৷'
দেশজুড়ে চতুর্থ পর্যায়ের লকডাউন শেষ হচ্ছে ৩১ মে৷ তার আগে আজ অর্থাত্ শুক্রবার একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়ম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ তার মধ্যে অন্যতম হল, রাজ্যের সব ধর্মীয় প্রতিষ্ঠান পয়লা জুন থেকে খুলতে পারবে৷ তবে ১০ জনের বেশি জমায়েত করা যাবে না৷ একই সঙ্গে সব সরকারি ও বেসরকারি অফিসও ৮ জুন থেকে খুলে যাবে বলে জানান তিনি৷
advertisement
advertisement
শুক্রবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ৮ জুন থেকে সমস্ত সরকারি, বেসরকারি অফিস খুলে যাবে ৷ কাজ করা যাবে ১০০ শতাংশ কর্মী নিয়েই ৷ তাঁর কথায়, 'করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে৷ রাতে শোওয়ার সময় করোনাকে বালিশ করে নিন৷'
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অফিস খুললেও মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি ৷ বজায় রাখতে হবে দুই ব্যক্তির মধ্যে ৬ থেকে আট ফুটের সামাজিক দূরত্ব ৷ একইসঙ্গে ব্যবস্থা রাখতে হবে স্যানিটাইজেশনেরও ৷ একইসঙ্গে এদিনের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী বলেন, এবার চা ও জুটমিলও পুরোপুরি ৮ জুন থেকেই খোলা হবে ৷ সমস্ত কর্মীদের নিয়েই কাজ করা যাবে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2020 7:05 PM IST