corona virus btn
corona virus btn
Loading

সুস্বাদু বিরিয়ানি! নিজের খাবার ছেড়ে তাতেই হামলে পড়ল ছোট্ট মেয়ে, ভিডিও ভাইরাল...

সুস্বাদু বিরিয়ানি! নিজের খাবার ছেড়ে তাতেই হামলে পড়ল ছোট্ট মেয়ে, ভিডিও ভাইরাল...
Photo Courtesy: Facebook
  • Share this:

#কলকাতা: হয় এর বদলা নেব, না হলে সেরেল্যাক খাওয়া ছেড়ে দেব, এই ট্যাগ লাইন রমরমিয়ে চলছে ভিডিওটি৷ এক খুদের বিরিয়ানি খাওয়ার ভিডিও৷ এবং একেবারে জবরদস্ত ভাবে বিরিয়ানি ছিনিয়ে নিয়ে খেল সে৷ এতটাই বিরিয়ানি ভালবাসে ছোট্ট মেয়েটি৷

ফেসবুক পেজটির নাম কাহন সেনগুপ্ত৷ সেখানে ঘনঘন পোস্ট করা হয় ছোট্ট মেয়েটির ভিডিও৷ ভারী মিষ্টি মেয়ে সে৷ ফেসবুকের নামটি থেকে আন্দাজ করে নেওয়া যায় তার নামই কাহন৷ সেই কাহনের কাহিনি এখন ভাইরাল৷ টেবিলে রাখা এক থালা বিরিয়ানি দেখে জিভে জল এল তার৷ সঙ্গে সঙ্গে নবাবি খাবার খেতে চেয়ে বায়না শুরু হল তার৷ মায়ের কাছে চেয়ে নিল চামচ৷ তবে বিরিয়ানি তো তার খাবার নয়৷ কাহনের মতো ছোট বয়সে তো এত মশালাদার খাবার খাওয়া উচিৎ নয়৷ কিন্তু কে শোনে কার কথা৷ এত সুস্বাদু খাবার দেখে কি কোনওভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখা যায়? ছোট কাহনও ঠিক তেমন করল৷ এক গাল বিরিয়ানি খেয়ে নিল সে৷ তাতেই মন ভরে গেল৷

লম্বা-সরু চাল, তাতে তুলতুলে নরম মাংস এবং এক টুকরো আলু৷ বিরিয়ানি৷ ঠিক বাঙালি খাবার নয়, নবাবি খানা৷ কিন্তু ভীষণভাবে আপান করে নিয়েছে বাঙালিরা৷ আর বিরিয়ানিতে আলুর যোগে এটা বাঙালি আপন করে নিয়েছে৷ সেই বিরিয়ানির প্রতি এমন ভালবাসা তো স্বাভাবিক৷

First published: September 16, 2019, 7:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर