'সিম্বা' নামেই খ্যাত হোক বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উদ্ধার হওয়া সিংহ শাবক...
Last Updated:
#কলকাতা: ১ জুন উদ্ধার করা হয়েছিল সিংহ শাবকটিকে। একেবারে যেন গল্পের মতো। চোখের সামনেই লড়াইয়ের গল্প। লায়ন কিংয়ের লড়াইয়ের গল্প। ১ জুন বনগাঁয়ে অপেক্ষারত বনদফতরের টিম ও পুলিশ বাহিনী একটি বড় সাদা গাড়িকে ফলো করতে শুরু করে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে গাড়িটি ধরে ফেলেন তাঁরা। শুরু হয় তল্লাশি। গাড়ির পিছনের সিটের উপর থেকে ব্যাগবন্দি অবস্থায় উদ্ধার হয় একটি সিংহ শাবক ও তিনটি হোয়াইট হেডেড লেঙ্গুর। গাড়ির চালক-সহ ধৃত তিন। একাধিকবার হাত বদল হয়ে বাংলাদেশ থেকে পশ্চিম ভারতে বন্যপ্রাণ পাচারের ছক বানচাল।
এই উদ্ধার হওয়া এই সিংহ শাবকটিকে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানায়। সেখানে বন কর্মীদের আদরে সে কাটিয়ে ফেলেছে ট্রমা। ভয় কাটিয়ে এখন ছুটে বেড়াচ্ছে মিষ্টি বাচ্চাটি। কিন্তু এই সিংহ শাবকটির একটা মিষ্টি নামতো দিতে হবে। অনেক ভেবে ঠিক করা হয়েছে 'সিম্বা'। সরকারি ভাবে এখনও নামকরণ হয়নি। তবে চিড়িয়াখানার কর্মীরা ছানাটিকে সিম্বা নামেই ডাকছেন। হলিউড ছবি 'দ্য লায়ন কিং' থেকেই উৎসাহিত হয়েছেন কর্মীরা। সেখানেও ছোট্ট সিংহটির নাম সিম্বা। সেই মতোই উদ্ধার হওয়া সিংহ শাবকটিও এখন সকলের আদরের সিম্বা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2019 9:12 PM IST