আগুনে নষ্ট দেড় কোটি টাকার ওষুধ, সমাধান চেয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ কলকাতা মেডিক্যাল কলেজ

Last Updated:
#কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে আগুনে নষ্ট হয়ে গিয়েছে দেড় কোটি টাকার জীবনদায়ী ওষুধ ৷ যার জেরে চরম ওষুধ সঙ্কটে ভুগছে কলকাতা মেডিক্যাল কলেজ ৷
গত বছরের ৩ অক্টোবর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাসি বিভাগে আগুন লাগে ৷ হাসপাতালে আগুনের আঁচে নষ্ট হয় প্রচুর ওষুধ ৷ হাসপাতাল সূত্রে খবর, এখনও হাসপাতালে পড়ে রয়েছে দেড় কোটি টাকার ওষুধ ৷ ওষুধগুলির ভবিষ্যৎ নিয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ৷
ইতিমধ্যেই এই ওষুধগুলি সম্পর্কে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডকেও জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷ রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড ওষুধ গুলির পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, অতিরিক্ত তাপে নষ্ট হয়ে গিয়েছে ওষুধের গুনমান ৷ তাই সেগুলি ব্যবহারের অযোগ্য ৷
advertisement
advertisement
ওষুধ নষ্ট করতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দ্বারস্থ হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ৷
অন্যদিকে, নষ্ট হয়ে যাওয়া ওষুধ কোথায় রাখা হবে ৷ তাই নিয়েও সমস্যা তৈরি হয়েছে ৷  ফার্মাসিতে নষ্ট হয়ে যাওয়া ওষুধ পড়ে থাকায় নতুন জীবনদায়ী ওষুধ রাখার জায়গা নেই ৷ যার জেরে জীবনদায়ী ওষুধ পেতে চরম সমস্যায় পড়েছেন রোগীরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আগুনে নষ্ট দেড় কোটি টাকার ওষুধ, সমাধান চেয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ কলকাতা মেডিক্যাল কলেজ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement