Lesbian Marriage | Viral Marriage : মৌসুমী-মৌমিতার বিয়ে! কেন করল তাঁরা এই বিয়ে? শুধুই কী প্রেমের টান! নেপথ্য কাহিনিতে বিরাট চমক!

Last Updated:

Lesbian Marriage | Viral Marriage : এক জনের বয়স ২৭, অন্যজন ১৯। কী কারণে বিয়ের সিদ্ধান্ত নেয় এই দুই মেয়ে? জানুন

কলকাতা: কয়েকদিন ধরে বেশ হইচই। প্রেমের টানে দুটি মেয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখেছে। নিজেরা হিন্দু মতে মন্দিরের গিয়ে বিয়ে করেছে।এই ঘটনা ছড়িয়ে পড়ার পর রীতিমতো আলোড়ন পড়ে গেছে চারিদিকে।সমর্থনের তুলনায় সমালোচনার ঝড় প্রবল গতিবেগে আছড়ে পড়ছে ওদের ওপর। প্রথমটা দু’জনে বেশ বুক ফুলিয়ে বিষয়টিকে নিয়েছিল।আস্তে আস্তে তারাও সমালোচনার চাপে ম্রিয়মাণ হচ্ছে। তবে এখন তারা দু’জনে স্বামী স্ত্রী হিসাবে সংসার করছে উত্তর কলকাতার বাগুইহাটি এলাকাতে।
মৌমিতা মজুমদার(১৯) এবং মৌসুমী চৌধুরী(২৭) দু’জনে বিয়ে করেছে।সেই বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। কিন্তু কেন দুটি মেয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিল ? বিয়ে করল? সেই প্রশ্নে,তাদের বক্তব্য তারা দু’জন দু’জনকে ভালবাসে। তবে যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে ।সেখানে দুটি নারী একটি সংসার বাঁধবে সাহস তো অনেকটাই প্রয়োজন । অনেকে এটা জেনে সাধুবাদ দিচ্ছেন। আবার কেউ করছেন সমালোচনা!
advertisement
advertisement
এই বিষয়ে মৌসুমী  বলেন, তার অল্প বয়সে বিয়ে হয়েছিল । দু’টি কন্যা সন্তান রয়েছে। স্বামী নেশাগ্রস্ত ছিল ,তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর নানা পুরুষের সঙ্গে ভালবাসা, ভরসা  প্রতারণার অভিজ্ঞতা। তাই সে আর পুরুষকে বিশ্বাস করে না। তাই বাঁচতে গেলে দু’জন দরকার। একে অন্যের পরিপূরক হয়ে তাই ওদের এই বিয়ের সিদ্ধান্ত।
advertisement
বিয়ে মানে যে, একটা ছেলে -মেয়ে, যৌনতা ! এরা যেন রীতিটাকে ভেঙে দিল! দু’জনের রোজগার সেরকম নয় । একজনের বয়স অর্থাৎ স্বামী যিনি হয়েছেন ,সেই মৌমিতার বয়স ১৯ বছর। তবু ওরা চায় সমকামীদের বিয়ে নিয়ে যাতে আইন পাশ হয়। তারা যাতে চিরজীবন একসঙ্গে নির্বিঘ্নে বসবাস করতে পারে। মৌমিতার প্রথম থেকেই পুরুষদের প্রতি অনিহা ছিল।তার একটাই বক্তব্য পুরুষের সঙ্গে থাকলে মারধর থেকে আরম্ভ করে অত্যাচারের মত ঘটনা ঘটে।এক্ষেত্রে ওগুলোর কিছু হবে না। তাই একে অপরের হাত ধরে এগোতে চায় ওরা!
advertisement
SHANKU SANTRA
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lesbian Marriage | Viral Marriage : মৌসুমী-মৌমিতার বিয়ে! কেন করল তাঁরা এই বিয়ে? শুধুই কী প্রেমের টান! নেপথ্য কাহিনিতে বিরাট চমক!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement