৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল, মোদি সিদ্ধান্তের প্রবল সমালোচনায় বামেরা

Last Updated:

কালো টাকা উদ্ধারে মোদির ঘোষণায় রাতারাতি বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ পাক জঙ্গিদের পর দুর্নীতির বিরুদ্ধে মোদির সার্জিক্যাল স্ট্রাইক বলে বিজেপি প্রচার চালালেও কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রবল বিরোধীতা করল বামেরা ৷

#কলকাতা: কালো টাকা উদ্ধারে মোদির ঘোষণায় রাতারাতি বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ পাক জঙ্গিদের পর দুর্নীতির বিরুদ্ধে মোদির সার্জিক্যাল স্ট্রাইক বলে বিজেপি প্রচার চালালেও কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রবল বিরোধীতা করল বামেরা ৷ সাধারণ মানুষদের দুর্ভোগে ফেলে সরকার কোন ভালো করতে চলেছেন প্রশ্ন বামপন্থীদের ৷
সিপিআইএম-এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের মন্তব্য , ‘নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে দেওয়াই মোদি সরকারের লক্ষ্য’ ৷ মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সূর্যকান্ত মিশ্রও ৷ কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে সার্কাসের তুলনা টেনে এই বাম নেতা বলেন, ‘সরকার নয়, সার্কাস চলছে ৷’ আগামী মরশুমে এই ইস্যুতে সংসদে প্রশ্ন তুলবে বামফ্রন্ট ৷
advertisement
মঙ্গলবার সন্ধেয় হঠাতই জাতির বিরুদ্ধে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, মধ্যরাতের পর থেকে বাতিল হয়ে যাচ্ছে সমস্ত ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ একইসঙ্গে ঘোষণা করা হয় বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম ৷ এরপরই প্রবল চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে ৷ কিছুক্ষণের মধ্যেই রির্জাভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়, কালো টাকা আটকাতে বাজারে আসতে চলেছে নতুন নোট। নতুন ৫০০ ও ২,০০০ টাকা নিয়ে আসতে চলেছে সরকার ৷ তবে নতুন নোটের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না সাধারণ মানুষকে ৷ ১০ নভেম্বর অথার্ৎ বৃহস্পতিবার থেকে বাজারে পাওয়া যাবে নতুন ৫০০ ও ২,০০০ টাকার নোট ৷
advertisement
advertisement
এই ঘোষণার পর থেকে চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে ৷ মধ্যরাতের আগেই নোট বদলাতে এটিএম-এ ছোটে সাধারণ মানুষ ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পর প্রবল বিরোধীতায় মুখর হয়ে ওঠেন বিরোধীরা ৷ প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের পর ক্ষোভে ফেটে পড়েন বামপন্থী নেতারা ৷ সিপিআইএম-এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেন, ‘সাধারণ মানুষের নজর ঘোরাতেই মোদির এই চাল ৷ নোট বাতিল করে দুর্নীতি থামানো যাবে না ৷ এই পদক্ষেপে জঙ্গিদের ফান্ডিং বন্ধ হবে না, কালো টাকাও ঘরে আসবে না, দুর্নীতিও বন্ধ হবে না ৷ শুধু দুর্ভোগে পড়বেন সাধারণ মানুষ ৷’ বাম নেতা সূর্যকান্ত মিশ্রও আরও একধাপ এগিয়ে মোদির সরকারের সমালোচনায় বলেন, ‘এটা সরকার নয়, সার্কাস চলছে ৷ এটা আইওয়াশ ছাড়া কিছু নয় ৷ মূল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে সরকারের ব্যর্থতা ঢাকতে চমকের রাজনীতি করছে বিজেপি ৷ ’
advertisement
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মঙ্গলবার রাতেই তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, ‘রাজনৈতিক ইমার্জেন্সি চলছিল ৷ এখন ফিনান্সিয়াল ইমার্জেন্সিও চালাতে চাইছে ৷ তুঘলকি শাসন চলছে দেশে ৷ কাল ও ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে ৷ ব্যাঙ্কে ১০০ টাকার নোট নেই ৷ এই সিদ্ধান্তে অনেকে আত্মহত্যাও করতে পারে ৷ আমি মনে করি এই সরকারের এক মুহুর্ত থাকা উচিৎ নয় ৷ এখনই রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ৷’
advertisement
তৃণমূলের মতো বামফ্রন্টও এই কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধীতা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ বাম নেতারা ৷ যদিও সূর্যকান্ত মিশ্রের কাছে মমতার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে কিছু বলতে চাই না ৷ উনি কালো টাকা নিয়ে কথা বলবেন কীভাবে! ওনার দলের নেতা, মন্ত্রী, সাংসদরা মুঠো মুঠো কালো টাকা আত্মসাৎ করেছে এবং উনি সেটা জেনেও তাদের পদে বহাল রেখেছেন ৷ তাই মুখ্যমন্ত্রীর কথার কোনও গুরুত্বই নেই ৷’
advertisement
নতুন নির্দেশিকা অনুযায়ী পুরনো ৫০০ ও ১,০০০ টাকার নোট আর ব্যবহার করা যাবে না ৷ কিন্তু ১০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত টাকা বদল করা যাবে ৷ পোস্ট অফিস সহ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিতে টাকা বদল করা যাবে ৷ পরিচয় পত্রের সঙ্গে টাকা বদল করতে পারবেন ৷ টাকা বদলের মোট ৫০ দিন সময় পাওয়া যাবে ৷
advertisement
কালো টাকার লেনদেন রুখতে নজিরবিহীন কেন্দ্রীয় সিদ্ধান্তে রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ, চাঞ্চল্য সব মহলে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল, মোদি সিদ্ধান্তের প্রবল সমালোচনায় বামেরা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement