Left Front: এবার লালবাজার অভিযান বামফ্রন্টের! রাতভর যা পরিকল্পনা, শুনে চমকে যাবেন! কবে অভিযান?

Last Updated:

Left Front: বামফ্রন্টের শরির দলের এক নেতা জানিয়েছেন, নাগরিকদের পক্ষ থেকে যে আন্দোলন কর্মসূচি হচ্ছে, তাতে সরাসরি অংশগ্রহণ করবে না দলীয় নেতৃত্ব।

এবার লালবাজার অভিযান বামেদের
এবার লালবাজার অভিযান বামেদের
কলকাতা: আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণের দাবি জানিয়ে লালবাজার অভিযান করতে চলেছে রাজ্য বামফ্রন্ট। আগামী ১৩ সেপ্টেম্বর এই কর্মসূচি করা হবে। এই বিষয়ে আলোচনা চূড়ান্ত করে ফেলেছেন বাম নেতারা। ফ্রন্ট সূত্রে খবর, ১৩ তারিখ বিকেল তিনটে নাগাদ এই কর্মসূচি শুরু হবে। পুলিশ যেখানে আটকাবে সেখানেই অবস্থান শুরু করবেন বামফ্রন্টের নেতা, কর্মী, সমর্থকেরা।
তার পর সারারাত সেই কর্মসূচি চলবে। ১৪ তারিখ সেখানেই সভা করা হবে। প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর সিপিএমের পক্ষ থেকে একই দাবিতে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি এই কর্মসূচিতে যোগ দান করবে। কলকাতা ছাড়া জেলাগুলির মধ্যে থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার বাম নেতা কর্মীরা।
advertisement
advertisement
বামফ্রন্টের শরির দলের এক নেতা জানিয়েছেন, নাগরিকদের পক্ষ থেকে যে আন্দোলন কর্মসূচি হচ্ছে, তাতে সরাসরি অংশগ্রহণ করবে না দলীয় নেতৃত্ব। তবে বাইরে থেকে সমর্থন করা হবে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন চলছে। নাগরিক সমাজের পাশাপাশি রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও নেওয়া হচ্ছে কর্মসূচি।
advertisement
এর আগে রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছিল বামফ্রন্টের পক্ষ থেকে। তারও আগে রাসবিহারী থেকে বাংলা অ্যাকাডেমি পর্যন্ত মিছিলে হেঁটেছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম সহ বাম নেতৃত্ব। এবার লালবাজার অভিযানের ডাক দিল রাজ্য বামফ্রন্ট। বামফ্রন্টের শরিক দলের এক নেতার কথায়, “আরজি কর কাণ্ডের পেছনে কলকাতা পুলিশের দায় অস্বীকার করার কোনও উপায় নেই। প্রথম থেকেই যে ঘটনাক্রম চলে আসছে, তাতে প্রশ্নের মুখে কলকাতা পুলিশও। আর যেহেতু কলকাতা পুলিশের প্রধান কমিশনার, তাই তাঁকে এর দায় নিতে হবে। আমরা তাঁর অপসারণ দাবি করছি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Left Front: এবার লালবাজার অভিযান বামফ্রন্টের! রাতভর যা পরিকল্পনা, শুনে চমকে যাবেন! কবে অভিযান?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement