ক্রিকেটার, মন্ত্রী-র থেকে দূরে গিয়ে চিনুন কিশোরকুমার ফ্যান অন্য লক্ষ্মীরতন শুক্লাকে

Last Updated:
#কলকাতা : কিশোর কুমার নামটাই যথেষ্ট ৷ কিশোরের কন্ঠের জাদু থেকে দূরে রয়েছেন এমন বাঙালি বোধহয় মেলা ভার ৷ আর শুধু বাঙালিই কেন সারা ভারতের সঙ্গীত প্রেমীদের দিনের পর দিন মজিয়ে রেখেছেন কিশোর কুমার ৷
বাঙলার সর্বকনিষ্ঠ মন্ত্রী ও বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লাও কিশোর কুমারের অন্ধ ফ্যান ৷ ক্রিকেটার হিসেবে যেমন একের পর সাফল্যের স্বাদ পেয়েছেন লক্ষ্মী, ঠিক তেমনভাবেই মন্ত্রী হিসেবেও দায়িত্বের সঙ্গেই কাজ করেন তিনি ৷ তবে সেই চেনা ছকের বাইরে কেমন যেন অচেনা হয়ে যান লক্ষ্মী, যখন তাঁর বিশেষণ হয় কিশোরপ্রেমী ৷
advertisement
কিশোরকুমারকে ভারতরত্ন পাওয়ানোর স্বপ্ন দেখেন লক্ষ্মী ৷ তাই জন্মবার্ষিকী আয়োজন করেছিলেন এক বিশেষ পদযাত্রা ৷ কোনো রাজনৈতিক দলের পতাকার নিচে না হয়ে শুধুমাত্র কিশোরপ্রেমী হিসেবে লক্ষ্মীরতনের ডাকে সাড়া দিয়ে এদিন হাজির হয়েছিলেন বহু মানুষ ৷
advertisement
38403374_1669000196532247_485310426611974144_n
Photo Courtesy : Laxmi Ratan Shukla / FaceBook Handle Photo Courtesy : Laxmi Ratan Shukla / FaceBook Handle
advertisement
এই পদযাত্রা-র আয়োজনে কোনও স্পনসরের আশায় বসে থাকেন না লক্ষ্মী ৷ তিনি ও তাঁর মতো আরও বেশ কিছু ফ্যান একসঙ্গে নিজেদের পকেটে-র পয়সায় এই র‍্যালি আয়োজন করেন ৷ এটা দ্বিতীয় বছর ৷ আবেগপ্রবণ লক্ষ্মী কোনও বিতর্ক চান না ৷ তাঁর সাফ কথা কেন কিশোর কুমারকে ভারত রত্ন দেওয়া হয়নি তা নিয়ে ভাবনা চান না তিনি ৷ চান এখন এই বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হোক ৷
advertisement
লক্ষ্মী-র প্রিয় গায়কের অসংখ্য গানই ঠোঁটস্থ ৷ কিশোরকে ভালোবেসেই মাইকের সামনেও দাঁড়িয়েছেন তিনি ৷ তবুও কিশোরকুমারের জন্ম বার্ষিকীতে কোনও একটি গান বললে তিনি নিজের স্ত্রী স্মিতা-র জন্য আজও গাইতে কুন্ঠা বোধ করেন না ‘‘ ও মেরে হনসিনি’’ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
ক্রিকেটার, মন্ত্রী-র থেকে দূরে গিয়ে চিনুন কিশোরকুমার ফ্যান অন্য লক্ষ্মীরতন শুক্লাকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement