#HigherSecondary2020: উচ্চমাধ্যমিক অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার সময় পড়ুয়াদের যা মাথায় রাখতে হবে

Last Updated:

পরীক্ষার আগের দিন নির্দিষ্ট কোনও অঙ্ক কষতে যাওয়া উচিত নয় ৷ বরং থিওড়ি ও ফর্মুলাগুলো ঝালিয়ে নিলে পরীক্ষার হলে সুবিধা হবে ৷

জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, উচ্চমাধ্যমিকের আর হাতে গোণা কয়েকটা দিন বাকি ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ ৷ পরীক্ষার্থীদের জন্য News18 Bangla এনেছে কিছু গুরুত্বপূর্ণ টিপস ৷ আরও ভাল নম্বর পেতে কী করতে পারেন পড়ুয়ারা সে বিষয়ে জানাচ্ছেন শিক্ষিকারা ৷ উচ্চমাধ্যমিকের অঙ্কের জন্য কিরকম হবে শেষ মুহূর্তের প্রস্তুতি তা নিযে টিপস দিলেন শিক্ষকেরা
প্র: অঙ্ক মানেই একটা ভীতি থাকে ৷ পরীক্ষার হলে যাওয়ার আগে পড়ুয়াদের কি মাথায় রাখতে হবে?
উ: নম্বর তোলার জন্য নম্বরের প্যাটার্নটা মাথায় রাখা সবথেকে বেশি দরকার ৷ অঙ্কে এখন ১ নম্বরের ১০টা প্রশ্ন থাকে ৷ যেখানে উত্তর লিখলেই পুরো মার্কস ৷ এটার জন্য যে ক্যালকুলেশন দরকার সেটা আলাদা বুকলেটে করে এখানে শুধু উত্তর লিখতে হয় ৷ এরপর আসে ২ নম্বরের সাতটা প্রশ্ন ৷ এখানে প্রত্যেকটি স্টেপ দেখাতে হয় ৷ এখানে অঙ্কের স্টেপের উপর মার্কস থাকে ৷ ৪ নম্বরের ৯টি প্রশ্ন অর্থাৎ মোট ৩৬ মার্কস ৷ এগুলি একটু বড় অঙ্ক ৷ এখানে স্টেপ জাম্প একদম করা উচিত নয় ৷ এরপর ৫ নম্বরের চারটি প্রশ্ন থাকে ৷ এখানেও বিশদে লিখতে বা কষতে হয় ৷ ঠান্ডা মাথায় এই নিয়মগুলো মনে রেখে উত্তর দিতে পারলেই অঙ্ক নিয়ে আর কোনও সমস্যা হবে না ৷
advertisement
advertisement
প্র: ইন্টিগ্রেশন, ক্যালকুলাস এরকম ধরনের অঙ্ক কষার ক্ষেত্রে পড়ুয়াদের জন্য কি টিপস দেবেন?
উ: ইন্টিগ্রেশনের সময় কনস্ট্যান্ট উল্লেখ করা বাধ্যতামূলক ৷ না করলে ১ মার্কস কাটা যাবে ৷ ইন্টিগ্রেশন কেসে আলাদা উত্তর আসতে পারে তাতে কোনও ভয় নেয় ৷ ডিফারেন্সাল ইকুয়েশনের ক্ষেত্রে মাথা ঠান্ডা করে নিয়ম মেনে অঙ্কটা করা ছাড়া অন্য কোনও শর্টকার্ট নেই ৷ এলপিপি-এর অঙ্ক খুব সোজা ৷ এলপিপি-এর দুধরনের অঙ্ক থাকে ফর্মুলেশনের অঙ্ক আরেকটা থাকে সলভিংয়ের অঙ্ক ৷ ফর্মুলেশনের অঙ্ক সোজা মনে হলে ওটাই করা উচিত ওতে সময় কম লাগে ৷ ফর্মুলেশনের সময় X এবং Y-এর সম্পর্কটা অবশ্যই উল্লেখ করতে হবে ৷
advertisement
প্র: অঙ্কের ক্ষেত্রে পড়ুয়াদের মাথা ঠাণ্ডা রাখাটা খুব জরুরি, সেই নিয়ে পড়ুয়াদের জন্য কোনও বিশেষ পরামর্শ?
উ: পরীক্ষায় ৮০ নম্বরের উত্তর করতেই হবে এমন কথা নেই৷ প্রশ্ন পেয়ে যদি মনে হয় আমি ৬০ নম্বর পারব ৷ তাহলে মাথা ঠান্ডা রেখে ওই টুকু মার্কসই ভাল করে উত্তর করা উচিত যাতে ৬০-এর মধ্যে কোনও ভুল না থাকে ৷ বাকি ২০ মার্কসের জন্য টেনশন করতে গিয়ে পুরো মার্কস হারিয়ে বসা বুদ্ধিমানের কাজ নয় ৷
advertisement
প্র: পরীক্ষার আগের দিন পড়ুয়াদের কি পড়া উচিত?
উ: পরীক্ষার আগের দিন নির্দিষ্ট কোনও অঙ্ক কষতে যাওয়া উচিত নয় ৷ বরং থিওড়ি ও ফর্মুলাগুলো ঝালিয়ে নিলে পরীক্ষার হলে সুবিধা হবে ৷ অঙ্ক কষতে গেলে আরও টেনশন বাড়বে ৷ অঙ্ক মুখস্থ করা একদমই উচিত নয়৷
advertisement
প্র: উত্তর লেখা শুরু আগে খাতা জমার আগে কোন বিষয়ে নজর দেওয়া উচিত?
উ: যে অঙ্ক কষতে পড়ুয়া স্বাচ্ছন্দ্য বোধ করে সেই প্রশ্ন আগে ধরা উচিত ৷ এছাড়া অঙ্ক কষা শেষ করে চোখ বুলিয়ে নেওয়ার জন্য অন্তত হাতে ১৫ মিনিট টাইম রাখতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
#HigherSecondary2020: উচ্চমাধ্যমিক অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার সময় পড়ুয়াদের যা মাথায় রাখতে হবে
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement