Lalbazar: রানাঘাট ও পুরুলিয়ায় ডাকাতির জের, সোনার দোকানগুলির সতর্কতায় নির্দেশিকা জারি লালবাজারের

Last Updated:

রানাঘাট ও পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতি ঘটনার পর ব্যবসায়ীদের আরও সতর্ক হতে নির্দেশ লালবাজারের। আগামী সপ্তাহে শহরের সোনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে কলকাতা পুলিশ

কলকাতা: একই দিনে, প্রায় একই সময়ে নামী একটি গয়নার বিপণীর দুই জেলার দুটি শোরুমে দুঃসাহসিক ডাকাতি। ২৯ অগাস্ট, রবিবার দুপুরে প্রথমে পুরুলিয়ায় ওই গয়নার বিপণীর শোরুমে হানা দেয় ৭ জনের সশস্ত্র ডাকাত দল৷ দোকানের কর্মচারী এবং নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে কয়েক কোটি টাকার সোনা ও হিরের গয়না নিয়ে চম্পট দেয় তারা৷ এর কিছুক্ষণের মধ্যেই নদিয়ার রানাঘাটে ওই একই সংস্থার অন্য শোরুমে হানা দেয় আরও একটি ডাকাত দল৷ বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী শোরুমে ঢুকে গুলি চালিয়ে লুঠপাট শুরু করে৷ রানাঘাটে অবশ্য ডাকাতির খবর পেয়ে দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ পুলিশ এসেছে বুঝতে পেরেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা৷ প্রকাশ্যেই রাস্তার উপরে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ডাকাতদের৷
রানাঘাট ও পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতি ঘটনার পর ব্যবসায়ীদের আরও সতর্ক হতে নির্দেশ লালবাজারের। আগামী সপ্তাহে শহরের সোনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই সোনার দোকানগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে লালবাজার। নির্দেশিকায় বলা হয়েছে–
১) দোকানের বাইরে ও অন্দরে উচ্চমানের সিসিটিভি ক্যামেরা বসাতে হবে
advertisement
২) সিসিটিভি-র আউটপুট গয়নার দোকানে নয়, অন্য কোথাও অবস্থিত হতে হবে। এতে যে বক্তি সিসিটিভি আউটপুট মনিটর করছেন, তিনি পুলিশকে যোগাযোগ করতে পারবেন।
advertisement
৩) ক্লাউড বেসড স্টোরেজে সিসিটিভি ফুটেজের ব্যাক-আপ রাখতে হবে। যদি লোকাল ডিভিআর-টি ডাকাত দল লুঠ করেও নিয়ে যায়, সেক্ষেত্রে যাতে ফুটেজ পেতে কোনও সমস্যা না হয়
৪) 24X7 সিসিটিভি ক্যামেরার রিয়েল-টাইম মনিটরিং চলবে
৫) সিসিটিভি ক্যামেরা এমন ভাবে বসাতে হবে, যাতে দোকানের প্রবেশ ও প্রস্থান পথ স্পষ্টভাবে দেখা যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তে হবে ভল্ট, লকার ও ক্যাশ কাউন্টার।
advertisement
৬) দোকান বন্ধ থাকলেও নিরাপত্তারক্ষী মোতায়েন থাকতে হবে
৭) নিরাপত্তারক্ষীদের বৈধ আর্ম লাইসেন্স থাকতে হবে, নিরাপত্তারক্ষীদের কাছে যেন অস্ত্র থাকে
৮) দোকানের প্রবেশপথ বন্ধ রাখতে হবে। টু-টায়ার সিকিউরিটি ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। দোকানের ভিতরে থাকবে একজন নিরাপত্তারক্ষী (গান-ম্যান হলে ভাল), বাইরে একজন নিরাপত্তারক্ষী।
৯) দোকানের বাইরে থাকা নিরাপত্তারক্ষী বললে তবেও দোকানের দরজা খোলা হবে
advertisement
১০) হেলমেট পরা, মাস্কে মুখ ঢাকা কোনও ক্রেতাকে দোকানে ঢুকতে দেওয়া হবে না
১১) কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে ১০০ ডায়াল করুন
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lalbazar: রানাঘাট ও পুরুলিয়ায় ডাকাতির জের, সোনার দোকানগুলির সতর্কতায় নির্দেশিকা জারি লালবাজারের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement