Lakshmir Bhandar : লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বেনিয়ম বরদাস্ত নয়! কড়া বার্তা দিল নবান্ন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Lakshmir Bhandar : কন্যাশ্রীর কলেজ ছাত্রীদের ফর্ম ফিলাপের জন্য ব্যবহার করা যেতে পারে। জেলাশাসকের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্য সচিবের।
প্রতিদিন অসংখ্য মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে লাইন দিচ্ছেন। সবচেয়ে বেশি লম্বা লাইন করছে লক্ষ্মীর ভান্ডার ক্যাম্পে। ইতিমধ্যেই মুখ্য সচিব জেলাশাসকদের আগেই নির্দেশ দিয়েছিল ফর্ম ফিলাপ করতে কোন সমস্যা হলে প্রত্যেকটি ক্যাম্পে একটি করে হেল্প ডেস্ক থাকবে। শুধু তাই নয়, মুখ্য সচিব বারবার জেলাশাসকদের সতর্ক করেছেন লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিলাপকে কেন্দ্র করে। এর আগে লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিলাপ করার জন্য একাধিকবার দেখা গেছে প্রচুর জমায়েত হচ্ছে। তার জেরে বুথ ভিত্তিক আবেদনপত্র নেওয়া যায় কিনা সেই বিষয়ে জেলাশাসকদের পরামর্শ দিয়েছিলেন মুখ্য সচিব।
advertisement
এবার আরও একধাপ এগিয়ে জেলাশাসকদের কার্যত সতর্ক করে দিলেন মুখ্য সচিব। সে ক্ষেত্রে কোনভাবেই যাতে পঞ্চায়েত সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি বা কোন ক্লাব অন্যান্যরা ফর্ম ফিলাপ না করতে পারে সেই বিষয়ে জেলা শাসকদের আরও কড়া ভাবে দেখার নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে। নবান্ন সূত্রে খবর দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য জুড়ে প্রায় ৯০ লাখেরও বেশি আবেদনকারী এসেছে। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডারেই সব থেকে বেশি আবেদনকারী এসেছে।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2021 6:58 PM IST