Kurmi Rail Strike: পাঁচ দিনের দুর্ভোগের পর উঠল কুর্মিদের অবরোধ! শুধু রেলের ক্ষতি ৯ কোটি

Last Updated:

বৈঠকে রাজ্য সরকারের তরফে যোগ দেন রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের সচিব সঞ্জয় বনশল৷

উঠল কুর্মিদের অভিযোগ৷
উঠল কুর্মিদের অভিযোগ৷
#কলকাতা: পাঁচ দিনের ভোগান্তির পর অবশেষে রেল এবং সড়ক অবরোধ তোলার ঘোষণা করলেন কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা৷ এ দিন রাজ্য সরকারের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনার পর অবরোধ প্রত্যাহার করার ঘোষণা করেন কুর্মিদের আন্দোলনের নেতা অজিত মাহাতো৷
গত ২০ সেপ্টেম্বর থেকে পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল এবং জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন কুর্মিরা৷ তাঁদের মূল দাবি ছিল কুর্মিদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে৷ অবরোধের জেরে পাঁচ দিনে বাতিল করতে হয়েছে দুশোর বেশি ট্রেন৷ জাতীয় সড়কে আটকে পড়ে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক৷ হয়রানির মুখে পড়েন অসংখ্য রেল যাত্রী৷
advertisement
বার বার রেলের তরফে আলোচনার চেষ্টা হলেও তাতে কর্ণপাত করেননি আন্দোলনকারীরা৷ শেষ পর্যন্ত সমস্যার সমাধানে রাজ্য সরকারের সহায়তা চাওয়া হয় রেলের তরফে৷ এর পরেই আসরে নামে নবান্ন৷ এ দিনই পুরুলিয়া থেকে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন কুর্মি সম্প্রদায়ের নেতারা৷
advertisement
advertisement
বৈঠকে রাজ্য সরকারের তরফে যোগ দেন রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের সচিব সঞ্জয় বনশল৷ বৈঠকে কুর্মি নেতাদের আশ্বস্ত করে বলা হয়, তাদের দাবির কথা জানিয়ে রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হবে৷ এ বিষয়ে রাজ্যের তরফে যাবতীয় যা করণীয়, তা করা হবে বলেও কুর্মি নেতাদের আশ্বস্ত করা হয়৷ শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধ মেনে নিয়ে অবরোধ প্রত্যাহারের কথা জানান আন্দোলনকারীদের নেতা অজিত মাহাতো৷ তবে এ বিষয়ে ইতিবাচক কিছু না হলে পুজোর পরেই ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই কুর্মি নেতা৷
advertisement
যদিও বৈঠক শেষে অজিত মাহাতো অবরোধ প্রত্যাহারের কথা জানালেও তা প্রথমে শুনতে রাজি হননি রেল লাইন আটকে বসে থাকা আন্দোলনকারীরা৷ তবে জাতীয় সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা৷ অজিত মাহাতো জানিয়েছেন, বৈঠকে কী আলোচনা হয়েছে, কুস্তাউর স্টেশনে গিয়ে আন্দোলনকারীদের তিনি তা জানাবেন বলে দাবি করেন অজিত মাহাতো৷
রেলের তরফে জানানো হয়েছে, এই পাঁচ দিনে অবরোধের জেরে রেলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি টাকা৷ সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন৷ এ ছাড়াও জাতীয় সড়কে আটকে থাকা ট্রাকগুলিতে পচে গিয়েছে বিপুল পরিমাণ শাক সব্জি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kurmi Rail Strike: পাঁচ দিনের দুর্ভোগের পর উঠল কুর্মিদের অবরোধ! শুধু রেলের ক্ষতি ৯ কোটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement