Kurmi Rail Strike: পাঁচ দিনের দুর্ভোগের পর উঠল কুর্মিদের অবরোধ! শুধু রেলের ক্ষতি ৯ কোটি

Last Updated:

বৈঠকে রাজ্য সরকারের তরফে যোগ দেন রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের সচিব সঞ্জয় বনশল৷

উঠল কুর্মিদের অভিযোগ৷
উঠল কুর্মিদের অভিযোগ৷
#কলকাতা: পাঁচ দিনের ভোগান্তির পর অবশেষে রেল এবং সড়ক অবরোধ তোলার ঘোষণা করলেন কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা৷ এ দিন রাজ্য সরকারের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনার পর অবরোধ প্রত্যাহার করার ঘোষণা করেন কুর্মিদের আন্দোলনের নেতা অজিত মাহাতো৷
গত ২০ সেপ্টেম্বর থেকে পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল এবং জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন কুর্মিরা৷ তাঁদের মূল দাবি ছিল কুর্মিদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে৷ অবরোধের জেরে পাঁচ দিনে বাতিল করতে হয়েছে দুশোর বেশি ট্রেন৷ জাতীয় সড়কে আটকে পড়ে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক৷ হয়রানির মুখে পড়েন অসংখ্য রেল যাত্রী৷
advertisement
বার বার রেলের তরফে আলোচনার চেষ্টা হলেও তাতে কর্ণপাত করেননি আন্দোলনকারীরা৷ শেষ পর্যন্ত সমস্যার সমাধানে রাজ্য সরকারের সহায়তা চাওয়া হয় রেলের তরফে৷ এর পরেই আসরে নামে নবান্ন৷ এ দিনই পুরুলিয়া থেকে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন কুর্মি সম্প্রদায়ের নেতারা৷
advertisement
advertisement
বৈঠকে রাজ্য সরকারের তরফে যোগ দেন রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের সচিব সঞ্জয় বনশল৷ বৈঠকে কুর্মি নেতাদের আশ্বস্ত করে বলা হয়, তাদের দাবির কথা জানিয়ে রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হবে৷ এ বিষয়ে রাজ্যের তরফে যাবতীয় যা করণীয়, তা করা হবে বলেও কুর্মি নেতাদের আশ্বস্ত করা হয়৷ শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধ মেনে নিয়ে অবরোধ প্রত্যাহারের কথা জানান আন্দোলনকারীদের নেতা অজিত মাহাতো৷ তবে এ বিষয়ে ইতিবাচক কিছু না হলে পুজোর পরেই ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই কুর্মি নেতা৷
advertisement
যদিও বৈঠক শেষে অজিত মাহাতো অবরোধ প্রত্যাহারের কথা জানালেও তা প্রথমে শুনতে রাজি হননি রেল লাইন আটকে বসে থাকা আন্দোলনকারীরা৷ তবে জাতীয় সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা৷ অজিত মাহাতো জানিয়েছেন, বৈঠকে কী আলোচনা হয়েছে, কুস্তাউর স্টেশনে গিয়ে আন্দোলনকারীদের তিনি তা জানাবেন বলে দাবি করেন অজিত মাহাতো৷
রেলের তরফে জানানো হয়েছে, এই পাঁচ দিনে অবরোধের জেরে রেলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি টাকা৷ সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন৷ এ ছাড়াও জাতীয় সড়কে আটকে থাকা ট্রাকগুলিতে পচে গিয়েছে বিপুল পরিমাণ শাক সব্জি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kurmi Rail Strike: পাঁচ দিনের দুর্ভোগের পর উঠল কুর্মিদের অবরোধ! শুধু রেলের ক্ষতি ৯ কোটি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement